• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাংলাদেশের জয়

স্বর্ণার ছক্কার রেকর্ড

স্পোর্টস ডেস্ক    ২০ জানুয়ারী ২০২৬, ০৩:৫৬ পি.এম.
ছক্কা হাঁকানোর নতুন রেকর্ড গড়ে আলো ছড়ালেন স্বর্ণা আক্তার। ছবি-সংগৃহীত

এক ম্যাচে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর নতুন রেকর্ড গড়ে আলো ছড়ালেন স্বর্ণা আক্তার। ব্যাট হাতে ৪ ছক্কায় ঝড়ো ক্যামিও ইনিংস খেলার পাশাপাশি বল হাতেও অবদান রাখেন তরুণ এই অলরাউন্ডার। তার সঙ্গে সোবহানা মোস্তারির কার্যকর অলরাউন্ড পারফরম্যান্সে উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে পাপুয়া নিউ গিনিকে ৩০ রানে হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ।

নেপালের কির্তিপুরে মঙ্গলবার টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ২০ ওভারে তোলে ১৬৮ রান। জবাবে পাপুয়া নিউ গিনি ২০ ওভারে করতে পারে ১৩৮ রান।

মাত্র ১৪ বলে অপরাজিত ৩৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন স্বর্ণা আক্তার। তাঁর ইনিংসে ছিল চারটি ছক্কা ও একটি চার। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম কোনো ব্যাটার এক ইনিংসে চার ছক্কার কীর্তি গড়লেন। এর আগে টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ তিন ছক্কার রেকর্ড ছিল আয়েশা রহমান, সানজিদা ইসলাম ও নিগার সুলতানার যৌথভাবে। ওয়ানডেতে তিন ছক্কা মারার কৃতিত্বও একমাত্র স্বর্ণার।

স্বর্ণার এই ইনিংসের স্ট্রাইক রেট ছিল ২৬৪.২৮, যা বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে অন্তত ২০ বল খেলা ইনিংসগুলোর মধ্যে সর্বোচ্চ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এর চেয়েও বেশি স্ট্রাইক রেটের ইনিংস আছে মাত্র একটি-২০১৯ সালে পাকিস্তানের বিপক্ষে জাহানারা আলমের ৫ বলে ১৮ রান (স্ট্রাইক রেট ৩৬০)।

ব্যাটিংয়ের পর বল হাতেও অবদান রাখেন স্বর্ণা। এক ওভার বোলিং করে নেন একটি উইকেট। অন্যদিকে সোবহানা মোস্তারি ২৪ বলে ৩৪ রান করেন, যেখানে ছিল দুটি চার ও দুটি ছক্কা। তিনিও এক ওভার বোলিং করে শিকার করেন একটি উইকেট।

বাংলাদেশের ইনিংসের শুরুটা ছিল দারুণ। দিলারা আক্তার ও জুয়ায়রিয়া ফেরদৌস ৫ ওভারে ৪৯ রানের উদ্বোধনী জুটি গড়েন। ১১ বলে ১৭ রান করে জুয়ায়রিয়া আউট হলেও দিলারা খেলেন ২৯ বলে ৩৫ রানের ইনিংস। তবে মাঝের ওভারগুলোতে রান কমে যায়। শারমিন আক্তার করেন ৩৪ বলে ২৮ রান, অধিনায়ক নিগার সুলতানা ফেরেন ৬ বলে ৬ রান করে।

দেড়শ রানের লক্ষ্য তখন দূরের মনে হলেও স্বর্ণা ও সোবহানার ব্যাটিং তাণ্ডবে বদলে যায় দৃশ্যপট। মাত্র ২৬ বলে ৬২ রানের জুটি গড়েন তাঁরা। শেষ ওভারে টানা দুটি ছক্কা মারার পর আউট হন স্বর্ণা। রিতু মনি শেষ দুই বলে করেন ৫ রান। শেষ ৬ ওভারে বাংলাদেশ তোলে ৮০ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাপুয়া নিউ গিনি শুরুতে চমক দেখালেও নিয়মিত উইকেট হারাতে থাকে। দলের সর্বোচ্চ ৩৫ রান করেন অধিনায়ক ব্রেন্ডা টাউ। বিশেষজ্ঞ পেসার ও নাহিদা আক্তার না থাকলেও অন্য বোলারদের সম্মিলিত পারফরম্যান্সে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

বৃহস্পতিবার ‘এ’ গ্রুপে বাংলাদেশের পরের ম্যাচ নামিবিয়ার বিপক্ষে।

ভিওডি বাংলা/ এমএম/এমপি


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে টাইগ্রেসদের দুর্দান্ত সূচনা
যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে টাইগ্রেসদের দুর্দান্ত সূচনা
আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তন প্রস্তাব প্রত্যাখ্যান
আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তন প্রস্তাব প্রত্যাখ্যান
ডিএলএসে ভারতের কাছে হেরে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
ডিএলএসে ভারতের কাছে হেরে বিশ্বকাপ শুরু বাংলাদেশের