সারিয়াকান্দি
জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

বগুড়ার সারিয়াকান্দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়াির) বিকালে সারিয়াকান্দি পৌর বিএনপির উদ্যোগে পৌর বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শহীদ জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধে তার অবদান এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুল মোমিন পিন্টু, সহসভাপতি লাল মাহমুদ লাল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফুল ইসলাম হিরা, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, তাহেরুল ইসলাম পাঞ্জাব, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, শ্রমিকদলের সভাপতি জহুরুল ইসলাম ঠান্ডা, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শুভ, সাইবার দলের সভাপতি জুলফিকার আলম রুনুসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা শহীদ জিয়ার আদর্শ অনুসরণ করে গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ভিওডি বাংলা/ মোঃ মনিরুজ্জামান জাহিদ/ আ







