• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কড়াইলবাসীর পাশে থাকার অঙ্গীকার তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক    ২০ জানুয়ারী ২০২৬, ০৫:১৯ পি.এম.
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কড়াইলবাসীর আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা

কড়াইলবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির রাজনীতি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কড়াইলবাসীর আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কড়াইলবাসীর আয়োজিত দোয়া মাহফিল।

তারেক রহমান বলেন, `আমি আপনাদের এলাকারই সন্তান। স্বাধীনতা–পরবর্তী সময়ে যে বাড়িতে বড় হয়েছি, স্বৈরাচারী সরকার কীভাবে সেটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, তা আপনারা দেখেছেন। আমি এখন আপনাদের সন্তান। আমি আপনাদের পাশে থাকব, এই এলাকার মানুষের পাশেই থাকব।'

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কড়াইলবাসীর আয়োজিত দোয়া মাহফিলে তারেক রহমান।

কড়াইলবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, `যার জন্য আজকের এই দোয়া মাহফিল, তিনি জীবদ্দশায় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছেন। আমাদের রাজনীতি সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন করাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।'

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কড়াইলবাসীর আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন তারেক রহমান।

ভবিষ্যৎ কর্মসূচির কথা তুলে ধরে তারেক রহমান বলেন, মা–বোনেরা যেন সচ্ছলভাবে জীবনযাপন করতে পারেন, সেজন্য পরিবারভিত্তিক সহায়তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কৃষি কার্ডের মতো আরও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে সবার দোয়া কামনা করেন তিনি।

তিনি বলেন, `দালানে বসবাসকারী মানুষের সন্তানরা যেভাবে শিক্ষা সুবিধা পায়, কড়াইল বস্তির সন্তানরাও যেন একই ধরনের শিক্ষা, স্বাস্থ্যসেবা, খেলাধুলাসহ সব সুযোগ-সুবিধা পায়—সেই ব্যবস্থা আমরা করব, ইনশাআল্লাহ।'

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কড়াইলবাসীর আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন তারেক রহমান।

কড়াইলবাসীর জন্য আধুনিক আবাসনের ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, দীর্ঘদিন ধরে যারা এই এলাকায় বসবাস করছেন, তাদের জন্য আধুনিক আবাসন প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করা হবে এবং পর্যায়ক্রমে সেই ফ্ল্যাটগুলো তাদের কাছে হস্তান্তর করা হবে।

ভিওডি বাংলা/ এস/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না
হাবিবুর রশিদ শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না
সরকারের জবাবদিহির অভাবে দেশে সংকট তৈরি হচ্ছে: রিজভী
সরকারের জবাবদিহির অভাবে দেশে সংকট তৈরি হচ্ছে: রিজভী
তোরা যা খুশি তাই ক, আমি কোন কথা কমু না: আব্বাস
তোরা যা খুশি তাই ক, আমি কোন কথা কমু না: আব্বাস