রবিউল আলম
বিএনপির নামে চাঁদাবাজি-চাপ প্রয়োগ চলবে না

ঢাকা-১০ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, বিএনপির পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, দখলদারি বা অন্যায় করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর কামরাঙ্গীরচরে ৫৫ নং ওয়ার্ড হাসান নগর এলাকাবাসীর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী কম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
রবিউল বলেন, দলের নামে দুর্বৃত্ত চলবে না, কারো অধিকার হরণ করা চলবে না, কারো উপর চাপ প্রয়োগ করা চলবে না। বিএনপি করে করতে পারবে না। দায় আমার। আমাকে জানাবেন… প্রতিরোধ আমি করব।
তিনি আরও বলেন, কোন রাজনৈতিক ছত্রছায়া, কোনো নেতা যদি চাঁদা চায়, ধমক দেয় বা চাপ প্রয়োগ করে আমাকে জানাবেন। আমি ব্যবস্থা নিব। বিএনপির নাম ব্যবহার করেও কেউ অন্যায় করতে পারবে না।
শেখ রবিউল আলম রবি বলেন, সমাজে শান্তি, ন্যায়বিচার ও সমৃদ্ধি প্রতিষ্ঠাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। কিশোর গ্যাং, মাস্তানি বা ভয়ভীতি প্রদর্শন কেউ করে পার পাবে না। রাষ্ট্রও এমন পরিস্থিতি প্রতিহত করবে।
তিনি গ্যাস সংকট, রাস্তাপথ উন্নয়ন, খেলার মাঠ, মসজিদ এবং নাগরিক সেবা নিয়ে আশ্বাস দেন বলেন, বিএনপি সরকার গঠন করলে এসব সমস্যার নীতিগত ও টেকসই সমাধান করা হবে।
নির্বাচনের গুরুত্ব তুলে ধরে রবিউল বলেন, এবারের ভোট শুধু উন্নয়নের ভোট নয় এটা রাষ্ট্র কীভাবে চলবে, সেই সিদ্ধান্তের ভোট। জনগণই রাষ্ট্রের মালিক, আমরা জনপ্রতিনিধিরা সেবক।
তিনি সকলকে ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান এবং বলেন, নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন। আপনাদের অধিকার বাস্তবায়ন করবেন।
এ সময় স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার জনগণ উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ







