• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বৃদ্ধ বাবা মাকে নির্যাতন ও বাড়ি থেকে বের করে দেয়ায় ছেলে গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি    ২০ জানুয়ারী ২০২৬, ০৮:০৮ পি.এম.
বৃদ্ধ বাবা মাকে নির্যাতন ও বাড়ি থেকে বের করে দেয়ায় ছেলে গ্রেপ্তার। ছবি: ভিওডি বাংলা

গাইবান্ধার পলাশবাড়ীতে বৃদ্ধ বাবা মাকে নির্যাতন ও বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগে ছেলে হাসানুর রহমান (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, পলাশবাড়ী উপজেলার ঝালিঙ্গী গ্রামের বৃদ্ধ মাহবুব ইসলাম ও মোছা: হাছনা বেগম দম্পতির একমাত্র ছেলে হাসানুর রহমান ও পুত্রবধু উপজেলার সাতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে মাহবুবা সোমা তাদের জমি লিখে দিতে নিয়মিত অমানুষিক ও শারিরিকভাবে নির্যাতন করতেন। এ ঘটনায় ছেলে ও পুত্রবধুর নির্যাতনে মাহবুব ইসলাম ৩/৪ বার ব্রেনষ্টোক করেন। 

এমন অসুস্থতার সুযোগে তার কাছ থেকে কৌশলে জমি লিখে নেন ছেলে হাসানুর রহমান। সামান্য সুস্থ হয়ে জমি লিখে নেয়ার কারন জানতে চাইলে আবারো শুরু করেন নির্যাতন। এ ঘটনার জেরে গত ৭ জানুযারি তাদের শারিকিভাবে নির্যাতন করে বাড়ি থেকে বের দেন ছেলে ও স্কুল শিক্ষিকা পুত্রবধু। এমনকি তাদের ব্যবহৃত বিছানা ও শীতের কাপড় ফেলা দেন পার্শ্ববর্তী পুকুরে।

শীতের রাতে খোলা আকাশের নিচে অবস্থান করা অসুস্থ ও বৃদ্ধ দম্পতির এমন খবর শুনে পলাশবাড়ি উপজেলা নির্বাহী অফিসার থানার অফিসার ইনচার্জকে সাথে ছুটে যান ঘটনাস্থলে। পরে তাদের নিজের ঘরে থাকার ব্যবস্থা করে দেন।

ওই ঘটনায় মাহবুব ইসলাম বাদী হয়ে প্রশাসনের সহযোগিতায় ওই দিন ছেলে ও পুত্রবধুর বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

মঙ্গলবার সকালে (২০ জানুয়ারি)  চাপ প্রয়োগ করে দায়েরকৃত মামলার আপোষনামায় স্বাক্ষর গ্রহনের করতে গেলে খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঝালিঙ্গী গ্রামের নিজ বসতবাড়ী থেকে অভিযুক্ত হাসানুর রহমানকে গ্রেপ্তার করে।
 
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ সরোয়ারের আলম খান।

ভিওডি বাংলা/ ইমন মিয়া/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের মামলায় কবর থেকে বাবার লাশ উত্তোলন
৬ মাস পর ছেলের মামলায় কবর থেকে বাবার লাশ উত্তোলন
ইউএনও জিল্লুর রহমানের কর্মদক্ষতায় বদলে যাচ্ছে প্রশাসন
নবাবগঞ্জ ইউএনও জিল্লুর রহমানের কর্মদক্ষতায় বদলে যাচ্ছে প্রশাসন
রেভারেন্ড পল মুন্সীর স্মরণে সিএসএস এর দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
কালুখালী রেভারেন্ড পল মুন্সীর স্মরণে সিএসএস এর দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প