রমজান সামনে রেখে এলপিজি সংকট নিরসনে দুই মাসের লক্ষ্যমাত্রা

আসন্ন রমজান মাসে এলপিজি সংকট নিরসনে আগামী দুই মাসের জন্য আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সংশ্লিষ্ট এলপিজি কোম্পানিগুলো। নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হলে দেশে চলমান এলপিজি সংকট কেটে যাবে বলে আশা করা হচ্ছে। এ লক্ষ্যে কোম্পানিগুলোকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) এলপিজির চলমান সংকট নিরসনে সংশ্লিষ্ট কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন জ্বালানি উপদেষ্টা ফওজুল কবির খান। বৈঠকে এলপিজি আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ ও তা বাস্তবায়নে সরকারের সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়।
বৈঠকে ফওজুল কবির খান বলেন, ‘জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে অপারেটররা যে এলপিজি আমদানির কমিটমেন্ট দিয়েছেন, তা যেন বাস্তবে প্রতিফলিত হয়। এ লক্ষ্যে সরকার সব ধরনের সহযোগিতা করবে।’
তিনি আরও বলেন, রমজান সামনে রেখে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখা সরকারের অগ্রাধিকার।
সভায় অপারেটরদের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক বিভিন্ন বিরূপ পরিস্থিতির কারণে সাম্প্রতিক সময়ে এলপিজি আমদানিতে কিছুটা বাধা সৃষ্টি হয়েছে। তবে অতিরিক্ত মূল্য বৃদ্ধি করা হচ্ছে—এমন অভিযোগ তারা নাকচ করেন।
কোম্পানিগুলোর তথ্য অনুযায়ী, জানুয়ারি ও ফেব্রুয়ারি মিলিয়ে মোট এলপিজি আমদানির সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৫১ হাজার ৭০০ টন। এর মধ্যে জানুয়ারিতে আমদানির লক্ষ্য ধরা হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৬০০ টন এবং ফেব্রুয়ারিতে ১ লাখ ৮৪ হাজার ১০০ টন।
কোম্পানিভিত্তিক লক্ষ্যমাত্রা অনুযায়ী, নাভানা এলপিজি লিমিটেড জানুয়ারিতে ২ হাজার ৫০০ টন এবং ফেব্রুয়ারিতে ৩ হাজার টন আমদানির পরিকল্পনা করেছে। টিএমএসএস এলপিজি লিমিটেড জানুয়ারি ও ফেব্রুয়ারিতে মোট ৩ হাজার ৩০০ টন আমদানির লক্ষ্য নির্ধারণ করেছে। এসকেএস এলপিজি দুই মাসে ৫ হাজার টন করে আমদানির পরিকল্পনা করেছে।
এছাড়া বিএম এনার্জি (বিডি) লিমিটেড জানুয়ারিতে ১৬ হাজার ৫০০ টন ও ফেব্রুয়ারিতে ২০ হাজার টন, পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেড দুই মাসে ১২ হাজার টন, জেএমআই ইন্ডাস্ট্রিয়াল গ্যাস লিমিটেড ৯ হাজার টন, ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড ২৫ হাজার টন এবং জামুনা স্পেসটেক জয়েন্ট ভেঞ্চার লিমিটেড ৭১ হাজার ৫০০ টন এলপিজি আমদানির পরিকল্পনা করেছে।
এছাড়াও লাফস গ্যাস (বাংলাদেশ) লিমিটেড ১৬ হাজার টন, ডেল্টা এলপিজি লিমিটেড ১৬ হাজার ৬০০ টন, ইউনাইটেড আইগাজ এলপিজি লিমিটেড ১৫ হাজার টন এবং মেঘনা ফ্রেশ এলপিজি লিমিটেড ৩০ হাজার টন এলপিজি আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
ভিওডি বাংলা/ এনআর/ আরিফ






