• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুড়িগ্রাম

নির্বাচনের পরিবেশ সুষ্ঠ রাখতে জামায়াতের সংবাদ সম্মেলন

কুড়িগ্রাম প্রতিনিধি    ২০ জানুয়ারী ২০২৬, ১০:২২ পি.এম.
কুড়িগ্রামে নির্বাচনের পরিবেশ সুষ্ঠ রাখতে জামায়াতের সংবাদ সম্মেলন। ছবি: ভিওডি বাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃংখলা পরিস্থিতি সুষ্ঠ রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা শাখা।
 
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকালে কুড়িগ্রাম জেলা শহরের কলেজমোড়স্থ গ্রান্ড এসেম্বলী হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৩ আসনের জামায়াত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। 

সংবাদ সম্মেলনে জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহী জানান, আমরা জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোট কুড়িগ্রাম জেলার ৪ টি সংসদীয় আসনে হা ভোটসহ শান্তিপুর্ণ ভোট চাই। আমরা আশা করি কুড়িগ্রাম জেলার প্রশাসন ১০ দলীয় জোটসহ অন্যান্য জোটের পাশে থেকে প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠানে সহযোগীতা করবে।
সুষ্ঠ নির্বাচন হলে কুড়িগ্রামের ৪ টি সংসদীয আসনের মধ্যে একটি আসনও না পেলেও আমাদের কোন আক্ষেপ থাকবে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-১ আসনের জামায়াত প্রার্থী মো: আনোযারুল ইসলাম, কুড়িগ্রাম-৪ আসনের জামায়াত প্রার্থী মোস্তাফিজুর রহমান, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার, জেলা সেক্রেটারী মো: নিজাম উদ্দিন, সাবেক আমীর আব্দুল মতিনসহ জামায়াতের অন্যান্য নেতাকর্মী ও জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।

ভিওডি বাংলা/ মোঃ এরশাদুল হক/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউএনও জিল্লুর রহমানের কর্মদক্ষতায় বদলে যাচ্ছে প্রশাসন
নবাবগঞ্জ ইউএনও জিল্লুর রহমানের কর্মদক্ষতায় বদলে যাচ্ছে প্রশাসন
রেভারেন্ড পল মুন্সীর স্মরণে সিএসএস এর দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
কালুখালী রেভারেন্ড পল মুন্সীর স্মরণে সিএসএস এর দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
এবার ভোটকেন্দ্রে ছাগল নয়, থাকবে ভোটারদের ভিড়
ধর্ম উপদেষ্টা এবার ভোটকেন্দ্রে ছাগল নয়, থাকবে ভোটারদের ভিড়