চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটির ভরাডুবি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বড় ধরনের অঘটনের শিকার হয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। নরওয়ের ক্লাব বডো/গ্লিমটের বিপক্ষে ৩-১ গোলে হেরে গিয়ে গ্রুপপর্বের শেষ ম্যাচকে নিজেদের জন্য কার্যত ‘বাঁচা-মরার লড়াইয়ে’ পরিণত করেছে পেপ গার্দিওলার দল। শুধু হারই নয়, লাল কার্ড দেখায় শেষ ম্যাচে দলের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার রদ্রিকেও পাচ্ছে না সিটি।
মঙ্গলবার (২০ জানুয়ারি) নরওয়ের উত্তরের শহর বোদোতে অবস্থিত ৮ হাজার দর্শক ধারণক্ষমতার অ্যাস্পমিরা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই রদ্রি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে সিটির জন্য। উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত প্রায় ৫৫ হাজার জনসংখ্যার মৎস্যজীবী শহর বোদোতে চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার অংশ নেওয়া বডো/গ্লিমট এই জয়ের মাধ্যমে ইতিহাস গড়ে।
ম্যাচের শুরু থেকেই ম্যানচেস্টার সিটির রক্ষণভাগ ছিল নড়বড়ে ও অস্থির। ২২ মিনিটে সেই দুর্বলতার পূর্ণ সুযোগ নেয় স্বাগতিকরা। সিটির ডিফেন্ডার ম্যাক্স অ্যালেইনের ভুলে বল পেয়ে ডান প্রান্ত থেকে নিখুঁত ক্রস বাড়ান ওলে দিদরিক ব্লমবার্গ। সেই ক্রসে কাসপার হগ হেডে বল জালের পথে পাঠান, যা গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার দুই পায়ের ফাঁক দিয়ে জালে জড়িয়ে যায়।
গোলের রেশ কাটতে না কাটতেই মাত্র দুই মিনিটের ব্যবধানে আবারও আঘাত হানে বডো/গ্লিমট। বাউন্সিং বলে আবারও বিভ্রান্ত হন অ্যালেইন। ব্লমবার্গের বাড়ানো পাস থেকে কাসপার হগ দারুণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় ও দলের দ্বিতীয় গোলটি করেন।
বিরতির আগে ম্যানচেস্টার সিটি বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। বিশেষ করে নিজ দেশ নরওয়েতে খেলা আর্লিং হলান্ড দুটি নিশ্চিত সুযোগ নষ্ট করেন। ফলে প্রথমার্ধ শেষ হয় ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বডো/গ্লিমট।
দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের আক্রমণ আরও ভয়ংকর রূপ নেয়। ৫৮ মিনিটে জেনস পেটার হাউগে একক নৈপুণ্যে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত কার্লিং শটে ব্যবধান বাড়িয়ে দেন ৩-০। ৬০ মিনিটে রায়ান চেরকি একটি গোল শোধ দিলে সিটির সমর্থকদের মধ্যে কিছুটা আশা জাগে। তবে সেই আশা স্থায়ী হয়নি।
৬২ মিনিটে মাত্র ৫৪ সেকেন্ডের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন রদ্রি। ১০ জনের দলে পরিণত হওয়া সিটির পক্ষে এরপর ম্যাচে ফেরা আর সম্ভব হয়নি।
এই হারের ফলে গ্রুপপর্বের শেষ ম্যাচে গালাতাসারায়ের বিপক্ষে জিততেই হবে ম্যানচেস্টার সিটিকে। অন্যথায় শেষ ষোলো নিশ্চিত করতে তাদের খেলতে হবে প্লে-অফ। অন্যদিকে, বডো/গ্লিমট তাদের রূপকথার যাত্রা আরও দীর্ঘ করল চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে।
ভিওডি বাংলা/জা






