৮ জেলায় চালু হলো ডিজিটাল জামিননামা (ই-বেইলবন্ড) সেবা

বিচার ব্যবস্থাকে আরও আধুনিক ও জনবান্ধব করতে দেশের আরও আটটি জেলায় ডিজিটাল জামিননামা বা ই-বেইলবন্ড সেবা চালু করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর সচিবালয়ে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
নতুন এ সেবার আওতায় মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম শুরু হলো। এর আগে প্রথম ধাপে নারায়ণগঞ্জ জেলায় পরীক্ষামূলকভাবে এই সেবা চালু করা হয়, যা বর্তমানে সফলভাবে পরিচালিত হচ্ছে।
আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ই-বেইলবন্ড চালুর ফলে একজন বন্দিকে খুব দ্রুত মুক্তি দেওয়া সম্ভব হবে। অনলাইনে জামিননামা দাখিলের মাধ্যমে মাত্র এক ঘণ্টার মধ্যেই জামিন কার্যকর করা যাবে। ফলে আদালত, কারা প্রশাসন ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সময় ও খরচ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, আগে একজন আসামিকে জামিন পেতে ১০ থেকে ১২টি ধাপ পার হতে হতো। এতে অপ্রয়োজনীয় বিলম্ব, অর্থনৈতিক ক্ষতি ও ভোগান্তির শিকার হতেন বিচারপ্রার্থীরা। কখনো কখনো এই প্রক্রিয়ায় কয়েক ঘণ্টা থেকে শুরু করে কয়েক দিন পর্যন্ত সময় লেগে যেত।
তিনি আরও বলেন, ডিজিটাল পদ্ধতিতে ই-বেইলবন্ড চালু হওয়ায় কে কখন কোথায় স্বাক্ষর করেছেন-তার পূর্ণাঙ্গ রেকর্ড সংরক্ষিত থাকবে। এতে ইচ্ছাকৃতভাবে কোনো প্রক্রিয়া বিলম্বিত করার সুযোগ থাকবে না। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আইন মন্ত্রণালয় মনে করছে, বিচার ব্যবস্থা আধুনিকায়নের অংশ হিসেবে ই-বেইলবন্ড একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ কমানোর পাশাপাশি কারা প্রশাসন ও আইনজীবীদের কাজকেও সহজ করবে। পর্যায়ক্রমে দেশের সব জেলায় এই ডিজিটাল জামিননামা সেবা চালু করার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ভিওডি বাংলা/জা






