ঢাকা-৯:
স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা পেলেন ফুটবল প্রতীক

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা জাতীয় সংসদ নির্বাচনের জন্য ফুটবল প্রতীক পেয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে তিনি প্রতীক সংগ্রহ করেন।
ডা. তাসনিম জারা বলেন, “গত কয়েকদিন ধরে আমি খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা এলাকা ঘুরে আসন্ন নির্বাচনে বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেছি। অনেকেই প্রতিদিনই জানতে চাচ্ছিলেন, নির্বাচনে কোন মার্কায় আমাকে সমর্থন করা যাবে। আজ সেই প্রশ্নের পরিষ্কার উত্তর আমরা পেয়েছি।”
তিনি আরও বলেন, “আমি ফুটবল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছি। আগামীকাল থেকে আমাদের নির্বাচনী প্রচারণা শুরু হবে। আমাদের মূল লক্ষ্য স্বচ্ছতা ও জবাবদিহিতার রাজনীতি প্রতিষ্ঠা করা। সকলকে দোয়া এবং শুভকামনার জন্য অনুরোধ করছি।”
ডা. তাসনিম জারা ঢাকা-৯ আসনের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে মানুষের মাঝে সরাসরি যোগাযোগের মাধ্যমে ভোটারদের সঙ্গে যোগাযোগের ওপর গুরুত্ব দিচ্ছেন।
ভিওডি বাংলা/জা







