• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বিচারপতি ফারাহ মাহবুব

নিজস্ব প্রতিবেদক    ২১ জানুয়ারী ২০২৬, ০২:১৮ পি.এম.
ফারাহ মাহবুবকে জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে-ছবি-ভিওডি বাংলা

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় বুধবার (২১ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন বিধিমালা, ২০০৭ এর বিধি ৩(২) (ক)-এর ভিত্তিতে বিচারপতি ফারাহ মাহবুবকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। এর আগে প্রধান বিচারপতি হওয়ার আগ পর্যন্ত বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিচারপতি ফারাহ মাহবুব গত বছরের ২৪ মার্চ আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। ১৯৯২ সালে জেলা আদালতে আইন পেশা শুরু করেন এবং ১৯৯৪ সালের ১৫ অক্টোবর হাইকোর্টে, ২০০২ সালের ১৫ মে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। পরে ২০০৪ সালের ২৩ আগস্ট তিনি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি এবং ২০০৬ সালে স্থায়ী হাইকোর্ট বিচারপতি হিসেবে নিয়োগ পান।

ফারাহ মাহবুবের একটি পরিচয় হলো, তিনি প্রখ্যাত আইনজীবী ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মাহবুবুর রহমানের মেয়ে। বিচারপতি হিসেবে তাঁর সময়কাল বিভিন্ন গুরুত্বপূর্ণ ও আলোচিত রায় দিয়ে স্বীকৃতি পেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:

হাইকোর্টে বিচারপতি থাকাকালীন বিচারপতি ফারাহ মাহবুব আজিমপুর কবরস্থান রক্ষার রায়, ধর্ষণের শিকার নারীদের দ্রুত মামলা নেওয়ার বিষয়ে নীতিমালা করে রায়, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রথাগত অধিকার রক্ষার রায়, অবহেলাজনিত কারণে মৃত্যুর ঘটনায় শিশু জিহাদের পরিবারকে ক্ষতিপূরণের রায়, প্রাথমিক বিদ্যালয়ের প্যানেল শিক্ষকদের চাকরি সরকারিকরণের রায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের হলফনামা বাধ্যতামূলকের রায়, পঞ্চদশ সংশোধনী নিয়ে ঐতিহাসিক রায়-সহ অসংখ্য আলোচিত রায় দিয়ে সুনাম কুড়িয়েছেন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চানখাঁরপুলে ৬ হত্যার মামলার রায় পিছিয়েছে
চানখাঁরপুলে ৬ হত্যার মামলার রায় পিছিয়েছে
ইভ্যালির রাসেল-শামীমা আবারও গ্রেফতার
ইভ্যালির রাসেল-শামীমা আবারও গ্রেফতার
হত্যার পর লাশ পুড়িয়ে দেয়া যার পেশা!
ভবঘুরের আড়ালে খুনি হত্যার পর লাশ পুড়িয়ে দেয়া যার পেশা!