• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাইলস্টোন ট্রাজেডি

৩৬ অপারেশনের পর বাড়ি ফিরল আবিদ

নিজস্ব প্রতিবেদক    ২১ জানুয়ারী ২০২৬, ০২:৩০ পি.এম.
৩৬টি জটিল অপারেশনের পর ঘরে ফিরছে মাইলস্টোন স্কুলের দগ্ধ শিক্ষার্থী আবিদ-ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় দগ্ধ শিক্ষার্থী আবিদুর রহিম (১২) অবশেষে দীর্ঘ চিকিৎসার পর বাড়ি ফিরেছে। ছয় মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার এবং ৩৬টি জটিল অপারেশন সম্পন্ন করার পর আবিদ তার পরিবারের সঙ্গে মিলিত হচ্ছে। বর্তমানে সে স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন বুধবার (২১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, “অভিনব চিকিৎসা ও প্রতিটি অপারেশনের মাধ্যমে আবিদের দগ্ধ অংশ পুনরায় স্বাভাবিক অবস্থায় আনার কাজ হয়েছে।”

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের মোয়াকোলা পূর্বপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে আবিদ ও তার পরিবার বর্তমানে ঢাকার উত্তরা এলাকায় বসবাস করে। তার বড় মেয়ে রাইসা (১৩) অষ্টম শ্রেণিতে এবং আবিদ চতুর্থ শ্রেণিতে পড়ে। বিমান দুর্ঘটনায় আবিদের দুই হাত, মুখ ও শরীরের বিভিন্ন অংশসহ প্রায় ২৫ ভাগ দগ্ধ হয়েছিল। এছাড়া তার শ্বাসনালীতেও ক্ষতি হয়েছিল।

দুর্ঘটনা ঘটেছিল গত ২১ জুলাই, যখন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে ৩৬ জন নিহত এবং ১২৪ জন আহত হন। তদন্ত কমিটি দুর্ঘটনার কারণ হিসেবে পাইলটের উড্ডয়ন ত্রুটি চিহ্নিত করেছে।

বার্ন সার্জারির বিশেষজ্ঞরা জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে চিকিৎসা ও শারীরিক পুনর্বাসন সফল হওয়ায় আবিদের জীবন বিপদে নেই এবং সে ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসতে পারবে। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, আবিদের পুনর্বাসন ও মনোবল বৃদ্ধি পেতে শিক্ষার্থী ও সমাজের সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পোস্টাল ব্যালট নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: সিইসি
পোস্টাল ব্যালট নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: সিইসি
জাতি কখনো দিশেহারা হলে জুলাই জাদুঘরে পথ খুঁজে পাবে
জাতি কখনো দিশেহারা হলে জুলাই জাদুঘরে পথ খুঁজে পাবে
রমজান সামনে রেখে এলপিজি সংকট নিরসনে দুই মাসের লক্ষ্যমাত্রা
রমজান সামনে রেখে এলপিজি সংকট নিরসনে দুই মাসের লক্ষ্যমাত্রা