• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘বাবা বাঁচাও, আমি মরতে চাই না’:

চোখের সামনে ছেলের মৃত্যু দেখলেন বাবা

আন্তর্জাতিক ডেস্ক    ২১ জানুয়ারী ২০২৬, ০৪:১১ পি.এম.
তরুণ ইঞ্জিনিয়ার যুবরাজ মেহেতা-ছবি: সংগৃহীত

ঘন কুয়াশা আর অব্যবস্থাপনার নির্মম পরিণতিতে প্রাণ হারালেন এক তরুণ ইঞ্জিনিয়ার। ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে অফিস থেকে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় নিহত হন যুবরাজ মেহেতা (২৭)। দুর্ঘটনার সময় বাবার সঙ্গে ফোনে কথা বলতে বলতে মৃত্যুর মুখে ঢলে পড়েন তিনি-যা সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার গভীর রাতে গুরুগ্রামের একটি ব্যস্ত সড়কে ঘন কুয়াশার কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারান যুবরাজ। তার গাড়িটি রাস্তার পাশের প্রায় ২০–৩০ ফুট গভীর একটি নির্মীয়মাণ শপিং মলের গর্তে পড়ে যায়। গর্তটি বৃষ্টির পানি ও নোংরা ড্রেনের জলে ভর্তি ছিল।

দুর্ঘটনার পর উল্টে যাওয়া গাড়ি থেকে বেরিয়ে গর্তের ভেতরে দাঁড়িয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন যুবরাজ। সে সময় মোবাইল ফোনে বাবাকে ফোন করে কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বাবা বাঁচাও, আমি মরতে চাই না।” বাবাও দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং ছেলেকে বাঁচানোর চেষ্টা করেন।

তবে স্থানীয়দের ভূমিকা নিয়ে উঠেছে গুরুতর অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের অনেকে উদ্ধার কাজে এগিয়ে না এসে মোবাইলে ভিডিও ধারণে ব্যস্ত ছিলেন বলে অভিযোগ ওঠে। এক ডেলিভারি কর্মী সাহায্য করতে এগিয়ে গেলে পুলিশ তাকে বাধা দেয় বলেও অভিযোগ করেন পরিবারের সদস্যরা। অভিযোগ রয়েছে, পুলিশ নিজেও তখন গর্তে নেমে তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রম শুরু করেনি।

পরিবারের পক্ষ থেকে আরও বলা হয়, ঘটনাস্থলে কোনো ব্যারিকেড, সতর্কতামূলক সাইনবোর্ড বা নিরাপত্তা ব্যবস্থা ছিল না। অথচ ওই গর্তে আগেও দুর্ঘটনার ঘটনা ঘটেছিল। এই অবহেলার জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট নির্মাণ কোম্পানিকে দায়ী করেছে পরিবার।

পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছালেও পর্যাপ্ত সরঞ্জাম ও ডুবুরি না থাকায় উদ্ধার কাজে দীর্ঘ সময় লেগে যায়। পরে গাজিয়াবাদ থেকে এনডিআরএফের একটি দল এসে ভোর প্রায় ৪টার দিকে যুবরাজের মরদেহ উদ্ধার করে।

ঘটনার পরপরই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় কর্তৃপক্ষ ও নির্মাণ কোম্পানির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। একই সঙ্গে এলাকায় দ্রুত ব্যারিকেড বসানোর কাজ শুরু করা হয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও প্রশ্ন তুলেছে শহুরে অবকাঠামো নির্মাণে নিরাপত্তা ও দায়িত্বজ্ঞানহীনতার বিষয়টি নিয়ে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কামচাটকায় ১৩০ বছরের রেকর্ড ভাঙা তুষারপাত, জীবন অচল
কামচাটকায় ১৩০ বছরের রেকর্ড ভাঙা তুষারপাত, জীবন অচল
দক্ষিণ প্রশান্ত মহাসাগরে মাছ ধরার জাহাজ থেকে কোকেন জব্দ
দক্ষিণ প্রশান্ত মহাসাগরে মাছ ধরার জাহাজ থেকে কোকেন জব্দ
গ্রিনল্যান্ডে মার্কিন যুদ্ধবিমান মোতায়েন
গ্রিনল্যান্ডে মার্কিন যুদ্ধবিমান মোতায়েন