• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএমইউজে’র ব্রাহ্মণবাড়িয়া জেলা আহ্বায়ক কমিটির আত্মপ্রকাশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ২১ জানুয়ারী ২০২৬, ০৪:২৬ পি.এম.
সংগৃহীত ছবি

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (BMUJ) এর ব্রাহ্মণবাড়িয়া জেলা আহবায়ক কমিটি অবশেষে আত্মপ্রকাশ করেছে।
জেলা শহরের একটি অভিজাত রেস্তোরায় এক সভা শেষে সর্বসম্মত সিদ্ধান্তক্রমে তিন সদস্যের একটি উপদেষ্টা কমিটিসহ ২১ সদস্য বিশিষ্ট বিএমইউজে'র এ আহবায়ক কমিটি গঠন করা হয়।

নবগঠিত বিএমইউজে'র ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির নবনির্বাচিত ২১ সদস্য বিশিষ্ট কমিটিতে 'আহবায়ক' পদে এস,এম আলী আজম এবং 'সদস্য সচিব' পদে এহসানুল হক রিপন
নির্বাচিত হয়েছেন। 

এছাড়া তিন সদস্যের উপদেষ্টা কমিটিতে কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু, ডেইলি মর্নিং অবজারভারের আমিনুল ইসলাম আহাদ ও ব্যারিস্টার শামসুদ্দিন ভূঁইয়া সোহাগ (আইন উপদেষ্টা) কে নির্বাচিত করা হয়।  
 
সভায় নবগঠিত এ আহবায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ শক্তিশালী জেলা কমিটি গঠন করবে, এ মর্মেও সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি সোহেল আহমেদ সোহেল ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে গতকাল এ কমিটি অনুমোদন লাভ করে।

প্রসঙ্গত, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (BMUJ) সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষায় সারাদেশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনটি নির্যাতিত ও নিপীড়িত সাংবাদিকদের তালিকা প্রণয়ন, সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায় এবং একটি কার্যকর সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়নের লক্ষ্যে ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে।

ভিওডি বাংলা/ আমিনুল ইসলাম আহাদ/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীতে ৬ আসনের ২৯ প্রার্থী নির্বাচনী প্রতীক পেলেন
রাজশাহীতে ৬ আসনের ২৯ প্রার্থী নির্বাচনী প্রতীক পেলেন
যশোরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, জনতার হাতে খুনি নিহত
যশোরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, জনতার হাতে খুনি নিহত
পরিবর্তিত বাংলাদেশ চাইলে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে
রিজওয়ানা হাসান পরিবর্তিত বাংলাদেশ চাইলে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে