ট্রান্সকমের সিমিনসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ভাইবোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে ভুয়া স্বাক্ষর ও স্ট্যাম্প জালিয়াতির মাধ্যমে ১৪ হাজার ১৬০টি শেয়ার হস্তান্তরের অভিযোগে ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমানসহ ৬ জনের বিরুদ্ধে দাখিল করা চার্জশিট গ্রহণ করেছেন আদালত। বুধবার শুনানিতে অনুপস্থিত থাকায় আসামি ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান, লতিফুর রহমানের স্ত্রী শাহনাজ রহমান ও মো. সামসুজ্জামান পাটোয়ারীর বিরুদ্ধে গ্রেপ্তারি জারি করেছেন আদালত।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দিয়েছেন। আরেক মামলায় সিমিনসহ ৫ আসামিকে অব্যাহতির বিরুদ্ধে নারাজী আবেদন নামঞ্জুর করেছেন একই আদালত।
বাদীপক্ষে আইনজীবী আমিনুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘নারাজী আবেদন নামঞ্জুর করায় আমরা বাদীপক্ষ সংক্ষুব্ধ। আদালতে এ আদেশ চ্যালেঞ্জ করে আমরা উচ্চ আদালতে রিভিশন করব।’
বাদীপক্ষের শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, মোসলেহ উদ্দিন জসিম ও আমিনুল হক।
আসামিপক্ষে অ্যাডভোকেট শাহাবুদ্দিন মোল্লা সবুজ, খোরশেদ আলম, ঢাকা বারের সভাপতি খোরশেদ মিয়া আলম, সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, সাবেক সভাপতি মোহসীন মিয়া, ইকবাল হোসেনসহ ২০-২৫ আইনজীবী শুনানি করেন।
২০২৪ সালের ২২ ফেব্রুয়ারি শাযরেহ হক বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। তদন্ত শেষে গত ১১ জানুয়ারি পিবিআইয়ের পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে সিমিন রহমানসহ ছয়জনকে অভিযুক্ত করা হয়।
ভিওডি বাংলা/ এমএম






