• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা-১৭:

তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীক বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক    ২১ জানুয়ারী ২০২৬, ০৪:৪৩ পি.এম.
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-ছবি-ভিওডি বাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীক পেয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে তার পক্ষে ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক মো. মনিরুল ইসলাম প্রতীকের চিঠি গ্রহণ করেন।

চিঠি গ্রহণের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মনিরুল ইসলাম জানান, নির্বাচন কমিশন তারেক রহমানকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিয়েছেন। এছাড়া প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন বলে কমিশনার জানিয়ে দিয়েছেন। মনিরুল ইসলাম বলেন, “যুবক থেকে শুরু করে সব শ্রেণির ভোটাররা তারেক রহমানকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত।”

ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম খালিদুজ্জমান দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন। নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর আজ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেছে।

প্রতীক পাওয়ার পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে অনুষ্ঠিত হবে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি পৃথক ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হবে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ধানের শীষ প্রতীক এবং তারেক রহমানের জনপ্রিয়তা ঢাকার এই নির্বাচনে ভোটারের মনোযোগ আকর্ষণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভোটারদের কাছে এখন মূল প্রশ্ন হচ্ছে, ধানের শীষের বিপরীতে দাঁড়িপাল্লা প্রতীক কতটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে।

এদিকে, ভোটারদের সচেতন অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা ও নির্বাচন আচরণবিধি মেনে চলার প্রতি জোর দিয়েছেন। নির্বাচনের আগে ঢাকা-১৭ এলাকায় রাজনৈতিক পরিবেশ শান্তিপূর্ণ রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয় প্রশাসন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হতাহতদের পরিবারের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ
মাইলস্টোন ট্র্যাজেডি: হতাহতদের পরিবারের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ
ঢাকা-৯ ধানের শীষ পেলেন হাবিব
ঢাকা-৯ ধানের শীষ পেলেন হাবিব
১৮ বছর পর জাতি আবারও ভোটাধিকারের সুযোগ পাচ্ছে
তানভীর আহমেদ ১৮ বছর পর জাতি আবারও ভোটাধিকারের সুযোগ পাচ্ছে