জামায়াত আমির
মব করে জনমত প্রভাবিত করার দিন শেষ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মানুষ এখন অনেক বেশি সচেতন; মব তৈরি করে জনমত প্রভাবিত করার দিন শেষ। তিনি বলেন, সবাইকে জনগণের কাছে যেতে হবে—দলের অঙ্গীকার, বক্তব্য, ব্যক্তিগত চরিত্র ও কার্যক্রম তুলে ধরতে হবে। জনগণ অতীত ও বর্তমান বিবেচনা করে কাকে বিশ্বাস করবে, সে সিদ্ধান্ত নিজেরাই নেবে।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মিরপুরে আহত জামায়াত নেতাকর্মীদের খোঁজখবর নেওয়া শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চায়, যেখানে প্রকৃত জনমতের প্রতিফলন ঘটবে এবং ভয়ভীতির পরিবেশ থাকবে না। মানুষ যেন স্বস্তির সঙ্গে ভোট দিতে পারে—এমন নির্বাচনই তাদের প্রত্যাশা।
তিনি বলেন, দলের কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তা দেখার জন্য যথাযথ কর্তৃপক্ষ রয়েছে। অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে কোনও ব্যক্তি বা দলের কোনও ধরনের মব সৃষ্টি করার এখতিয়ার নেই। এ ধরনের ‘নোংরা মব’ রাজনীতির তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এসব কর্মকাণ্ড এখানেই বন্ধ হওয়া উচিত।
৩০০ আসনে অংশগ্রহণকারী সব প্রার্থীর প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, জনগণের প্রতি আস্থা রাখুন এবং ভোটারদের শান্তিপূর্ণভাবে পছন্দের প্রতীকে ভোট দেওয়ার সুযোগ দিন। ভোটারদের সহযোগিতা করা সব দলের প্রার্থীদের দায়িত্ব।
ডা. শফিকুর রহমান আরও বলেন, জামায়াতে ইসলামীর অঙ্গীকার স্পষ্ট—দুর্নীতি ও দুঃশাসনমুক্ত ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়া। তিনি বলেন, ‘সে সমাজে আর ফ্যাসিবাদ ফিরে আসবে না।’ একই সঙ্গে তিনি জানান, জামায়াতে ইসলামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট—উভয় নির্বাচনে অংশ নেবে।
এর আগে মঙ্গলবার (২০ জানুয়ারি) বিএনপির লোকজন জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান জামায়াত আমির। তিনি বলেন, ‘শুধু আমাদের ভাইদের নয়, আমাদের মা-বোনদের ওপরও হামলা হয়েছে, যা অত্যন্ত বেদনাদায়ক।’
ভিওডি বাংলা/ এম/ আরিফ






