কুড়িগ্রামে ৪ টি সংসদীয় আসনে ২৬ প্রতিদ্বন্দ্বী প্রার্থী

কুড়িগ্রাম প্রতিনিধি।।
কুড়িগ্রামে ৪ টি সংসদীয় আসনে ২৬ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছে জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
বুধবার (২১ জানুয়ারী) দুপুর ১২ টায় রির্টানিং কর্মকর্তার মিলনায়তনে অনুষ্ঠিত প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে কুড়িগ্রাম -১ আসনে সাইফুর রহমান রানা (ধানের শীষ), হারিসুল বারী রনি (হাতপাখা), আনোয়ারুল ইসলাম (দাড়িপাল্লা), মোস্তাফিজুর রহমান (লাঙ্গল), বিন ইয়ামিন মোল্লা (ট্রাক)।
কুড়িগ্রাম-২ আসনে সোহেল হোসনাইন কায়কোবাদ (ধানের শীষ), আতিকুর রহমান মুজাহিদ (শাপলা কলি), মাওলানা নূর বখত মিঞা (হাতপাখা), পনির উদদীন আহমেদ (লাঙ্গল)।
কুড়িগ্রাম-৩ আসনে তাসভীর উল ইসলাম (ধানের শীষ) মাহবুবুল আলম সালেহী (দাড়িপাল্লা), ডা. আক্কাস আলী সরকার (হাতপাখা), ও আব্দুস সোবহান সরকার (লাঙ্গল) ও নুরে ইলাহি সিদ্দিক (ট্রাক)
কুড়িগ্রাম-৪ আসনে আজিজুর রহমান (ধানের শীষ), মোস্তাফিজুর রহমান (দাড়িপাল্লা), হাফিজুর রহমান (হাতপাখা) ও এ কে এম ফজলুল হক (লাঙ্গল) রুখুনুজামান শাহিন স্বতন্ত্র (বালতি) সহ মোট ২৬ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
এসময় প্রার্থী ও তার সমর্থকরা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ মোঃ এরশাদুল হক/ আ







