• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গফরগাঁওয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলি

ময়মনসিংহ প্রতিনিধি    ২১ জানুয়ারী ২০২৬, ০৬:৪১ পি.এম.

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গুলি করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার (২১ জানুয়ারি) বিকাল সোয়া ৫টার দিকে পৌর শহরের থানা এলাকা ইসলামিয়া স্কুলের সামনে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় নেতাকর্মীরা জানান, বিকেলে প্রতীক পাওয়ার পর বিএনপির প্রার্থীর সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা আনন্দ মিছিল বের করে। আনন্দ মিছিল দুটি থানা এলাকার ইসলামিয়া স্কুলের সামনে গিয়ে মুখোমুখি হয়ে যায়। এতে উত্তেজনা সৃষ্টি হলে দুই পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় গুলি বর্ষণের ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী লাঠি চার্জ করলে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সাধারণ মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠান বন্ধ করে রেখেছে।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল আল মামুন বলেন, গফরগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে আছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগামী নির্বাচন তরুণদের ভবিষ্যৎ গড়ার মাইলফলক
আবদুল্লাহ মো. তাহের আগামী নির্বাচন তরুণদের ভবিষ্যৎ গড়ার মাইলফলক
ফোর লেন প্রকল্পের মাটি কেটে মিলছে কয়লা সদৃশ জ্বালানি
পরিবেশ ঝুঁকিতে ফোর লেন প্রকল্পের মাটি কেটে মিলছে কয়লা সদৃশ জ্বালানি
সাংবাদিক ইয়াকুব খান শিশিরের বিদায়
সাংবাদিক ইয়াকুব খান শিশিরের বিদায়