• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পরিবেশ ঝুঁকিতে

ফোর লেন প্রকল্পের মাটি কেটে মিলছে কয়লা সদৃশ জ্বালানি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ২১ জানুয়ারী ২০২৬, ০৭:০১ পি.এম.
রাস্তার পাশ থেকে মাটি কাটার সময় মাটির নিচে থাকা কয়লা সদৃশ এই কালো মাটি । ছবি: ভিওডি বাংলা

ব্রাহ্মণবাড়িয়া–ঢাকা–সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলাধীন জালালপুর এলাকায় মহাসড়কের পাশের খোলা মাঠজুড়ে কয়লার মতো কালো মাটি ছড়িয়ে রোদে শুকানোর দৃশ্য দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, বিস্তীর্ণ এলাকাজুড়ে বড় বড় কালো পাথরের মতো মাটি ছড়িয়ে রাখা হয়েছে, যা দেখতে অনেকটা কয়লার খণ্ডের মতো। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এসব কালো মাটি রান্নার জ্বালানি হিসেবে ব্যবহার ও বাণিজ্যিকভাবে বিক্রি করা হচ্ছে।

ছবিতে দেখা যায়, সবুজ ঘাসে ঢাকা মাঠের ওপর অসংখ্য কালো খণ্ড সারি সারি করে ছড়িয়ে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, মহাসড়কের ফোর লেন প্রকল্পের কাজ চলাকালে রাস্তার পাশ থেকে মাটি কাটার সময় মাটির নিচে থাকা কয়লা সদৃশ এই কালো মাটি উঠে আসে। এরপর স্থানীয় লোকজন তা সংগ্রহ করে খোলা জায়গায় রোদে শুকিয়ে নিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই কালো মাটি শুকানোর পর বস্তাবন্দি করে বিভিন্ন এলাকায় বিক্রি করা হয়। গ্যাস ও কাঠের বিকল্প হিসেবে বাসাবাড়ি ও চা-স্টলে এই মাটি জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে। প্রতিদিন আশপাশের গ্রাম থেকে নারী-পুরুষ এসে এই মাটি সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর একাংশ জানান, দীর্ঘদিন ধরেই এভাবে মহাসড়কের পাশ থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে। এতে একদিকে যেমন পরিবেশের ক্ষতি হচ্ছে, অন্যদিকে মহাসড়কের নিরাপত্তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। রাস্তার পাশের জমি দুর্বল হয়ে পড়লে ভবিষ্যতে ভূমিধস বা সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন তারা।

ছবিতে ট্রাক বা যন্ত্রপাতি না দেখা গেলেও স্থানীয়দের দাবি, নির্দিষ্ট সময় পর পর ট্রাকযোগে এসব কালো মাটি অন্যত্র সরিয়ে নেওয়া হয়। তাদের অভিযোগ, বিষয়টি দেখার কেউ নেই, ফলে প্রকাশ্যেই মাটি উত্তোলন ও মজুত করা হচ্ছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া না গেলেও সচেতন মহল বলছে, মহাসড়কের পাশ থেকে অনুমোদন ছাড়া এভাবে মাটি উত্তোলন আইন ও পরিবেশবিরোধী। দ্রুত তদন্ত করে এই কালো মাটির প্রকৃত উৎস নির্ধারণ এবং অবৈধ উত্তোলন ও পাচার বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। 

ভিওডি বাংলা/আহাদ/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগামী নির্বাচন তরুণদের ভবিষ্যৎ গড়ার মাইলফলক
আবদুল্লাহ মো. তাহের আগামী নির্বাচন তরুণদের ভবিষ্যৎ গড়ার মাইলফলক
সাংবাদিক ইয়াকুব খান শিশিরের বিদায়
সাংবাদিক ইয়াকুব খান শিশিরের বিদায়
রাজশাহীতে কুয়াশায় বোরো বীজতলা নিয়ে শঙ্কায় কৃষক
রাজশাহীতে কুয়াশায় বোরো বীজতলা নিয়ে শঙ্কায় কৃষক