• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সিলেট থেকে নির্বাচনি প্রচারণা শুরু বিএনপির

সিলেট পৌঁছেছেন তারেক রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক    ২১ জানুয়ারী ২০২৬, ০৭:৪৫ পি.এম.
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি-ভিওডি বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘিরে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া শুরু হয়েছে। তফসিল অনুযায়ী, আজ থেকে প্রচারণা শুরু হবে এবং ভোট গ্রহণ শুরু হওয়ার ৪৮ ঘণ্টা পূর্ব পর্যন্ত এই প্রচারণা চালানো যাবে। আগামী ১২ই ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট হওয়ার কথা রয়েছে। ঐতিহ্যগতভাবে সিলেট থেকেই নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করে থাকে বিএনপি। এবারও ব্যতিক্রম হচ্ছে না। দলের চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করবেন। ওইদিন সকালে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনি সমাবেশে বক্তৃতা করবেন তিনি।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৬ টা ৩৮ মিনিটে গুলশানের বাসা থেকে বিমানবন্দরে উদ্দেশ্য রওনা করেছেন এবং হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে সিলেটের উদ্দেশ্য যাত্রা রওনা দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাত ৮টার দিকে সিলেট বিমানবন্দরে পৌছান। এরপর বিমানবন্দর থেকে সরাসরি মাজার জিয়ারত করতে যাবেন তিনি।

সিলেটে বিএনপির নির্বাচনী প্রচারণায় অংশ নিতে তারেক রহমানের সফরসঙ্গী হয়েছেন ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল। দলে তার স্ত্রী ডা. জুবাইদা রহমানও রয়েছেন। ২০০৫ সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে সিলেট যান তারেক রহমান। এবার যাচ্ছেন দলের চেয়ারম্যান হিসেবে। আর চেয়ারম্যান হিসেবে এটাই তার প্রথম সমাবেশ।

এর আগে বুধবার রাজধানীর গুলশানে দলটির কেন্দ্রীয় নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলনে নির্বাচনী প্রচারণা সফর ইস্যুতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপত্র মাহদী আমিন, ঘোষিত তফসিল মোতাবেক, বুধবার রাত ৮টা ১৫ মিনিটে বিমানযোগে সিলেট জেলায় পৌঁছাবেন তারেক রহমান। রাতেই হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করবেন এবং বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনি সমাবেশে যোগদান করবেন। দুপুরে মৌলভীবাজার সদর পজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশে যোগদান করবেন। যাত্রাপথে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে সমাবেশে যোগ দেবেন। তারপর ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল খেলার মাঠে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন এবং বিকেলে কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে নির্বাচনি সমাবেশে যোগদান করবেন। এরপর তিনি নরসিংদী পৌর পার্ক সংলগ্ন নির্বাচনী সমাবেশে যোগদান করবেন। তারপর নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে/রূপগঞ্জ গাউছিয়া এলাকায় সমাবেশে যোগদান করে গভীর রাতে গুলশানস্থ নিজ বাসভবনে ফিরবেন।

সিলেট সফরে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে থাকছেন আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, মামুন হাসান, আব্দুল মোনায়েম মুন্না, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, ইয়াসিন ফেরদৌস মুরাদ এবং রাকিবুল ইসলাম রাকিবসহ বেশকিছু ত্যাগী, সংগ্রামী তরুণ নেতারা। প্রতিটি সফরে, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্যাগী, শীর্ষ নেতৃবৃন্দকে পর্যায়ক্রমে সফরসঙ্গী হিসেবে নিয়ে তাদের মূল্যায়ন করা হবে।

দলের বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিএনপির। দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলেন, দীর্ঘ সময় দেশের সাধারণ মানুষ যেমন ভোট দিতে পারেন নাই, একই সাথে এটা সত্য, অনেক ত্যাগী সংগ্রামী রাজনীতিবিদ রয়েছেন, যারা কখনো নির্বাচনে অংশ নিতে পারেননি। ফলে দীর্ঘ সময় পরে যখন নির্বাচন হচ্ছে, বিএনপির মত একটা বড় রাজনৈতিক দল এখানে অভ্যন্তরীণ প্রতিযোগিতা থাকবে। কিন্তু প্রতিটি আসনে তো একজনের বেশি মনোনয়ন দেওয়া সম্ভব হয় না। তারপরও অনেক আসনে অনেক প্রার্থী রয়েছেন, অনেক ত্যাগী অনেক সংগ্রামী তারা। দলের জন্য অনেক ভূমিকা রয়েছে। কারো কারো ভেতরে অনুভূতি রয়েছে, উনি আসনটিতে মনোনয়ন পেতে পারতেন। আমরা অবশ্যই চাইব, পুরো দল এক হয়ে ধানের শীষের কাণ্ডারীর জন্য সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন। প্রত্যাহারের সময় চলে গেছে। এখন নির্বাচন পরিচালনা কমিটি থেকে আলাপ-আলোচনা করা হবে, বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে আলোচনা করা হবে। তারপরে যদি কেউ প্রার্থী থাকেন, অবশ্যই দল থেকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে নির্বাচনি প্রচারণার শুরুতেই বিএনপির পক্ষ থেকে একটি নির্বাচনি থিম সং উন্মোচন করা হবে। বুধবার রাত ১২টা ১ মিনিটে, অর্থাৎ ২২ জানুয়ারির সূচনালগ্নে, ঢাকার লেকশোর হোটেলে থিম সংটি উদ্বোধন করা হবে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহ সহ নির্বাচন পরিচালনা কমিটির ও বিএনপির নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এছাড়াও দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার রাতে বিএনপির চেয়ারম্যান সিলেটে পৌঁছাবেন। তার সিলেট সফর উপলক্ষে দলের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি দীর্ঘ ২০ বছর পর সিলেটে যাচ্ছেন, এতে দলের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ কাজ করছে। দলের পক্ষ থেকে যত ধরনের প্রস্তুতি থাকা দরকার সবকিছু নেয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আলিয়া মাঠ ও আশপাশের প্রস্তুতি, নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মঞ্চের সামনে ৩০ ফিট পর্যন্ত বাঁশের খুঁটি দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে। এর ভেতরের উত্তর অংশ জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যদের বসার ব্যবস্থা করা হয়েছে। এই সময় সিলেট জেলার ছয়টি এবং সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনে দল ও জোট মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।

এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফর ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সিলেট মহানগর পুলিশের মুখপাত্র মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, এটি মূলত বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি। সিলেট মহানগর এলাকার কর্মসূচির কারণে এর যথাযথ নিরাপত্তা দেওয়াও আমাদের দায়িত্ব। সিলেটের বিএনপি নেতারা এরই মধ্যে এসএমপি কমিশনারের সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করেছেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে সব ভেন্যুতে যাবেন সে সব ছাড়াও চলাচলের পথে নিরাপত্তা দেওয়া হবে। পোশাকে ও সাদাপোশাকে কয়েক স্তরের নিরাপত্তা থাকবে।

ইসির পাঠানো এক বার্তায় বলা হয়, পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপে নিবন্ধনকারী প্রবাসী ভোটাররা ২১ জানুয়ারি বিকাল ৫টা থেকে অ্যাপে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে অথবা নির্বাচন কমিশনের ওয়েবসাইট বা অ্যাপ দেখে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ শুরু হয়েছে। একজন ভোটারের ভোট অন্য কেউ দেওয়ার সুযোগ নেই। একই সঙ্গে ভোটাধিকার প্রয়োগের গোপনীয়তাও পুরোপুরি নিশ্চিত করা হয়েছে। ভোট দেওয়ার পর হলুদ খাম আগামী ২৫ জানুয়ারির মধ্যে নিকটস্থ পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিতে হবে। এ বিষয়ে প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ওসিভি-এসডিআই’প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান গণমাধ্যমকে জানান, ১২১টি দেশে অবস্থানরত সাত লাখ ৬৭ হাজার ২৮ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ নির্বাচন কমিশন ইতোমধ্যে সম্পন্ন করেছে। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীক বরাদ্দ
ঢাকা-১৭: তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীক বরাদ্দ
নাভিদ-তৌহিদের নেতৃত্বে এনপিএ'র আহ্বায়ক কমিটি গঠন
নাভিদ-তৌহিদের নেতৃত্বে এনপিএ'র আহ্বায়ক কমিটি গঠন
বিএনপি জোট ছাড়ল মান্নার নাগরিক ঐক্য
একক নির্বাচনের ঘোষণা বিএনপি জোট ছাড়ল মান্নার নাগরিক ঐক্য