• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আবদুস সালাম

জামায়াত একদিকে জান্নাতের টিকিট দেয়, অন্যদিকে ঘুষ দেয়

নিজস্ব প্রতিবেদক    ২১ জানুয়ারী ২০২৬, ১০:০১ পি.এম.
কথা বলছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। ছবি: ভিওডি বাংলা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, ‘জামায়াত একদিকে জান্নাতের টিকিট দেয়, অন্যদিকে ঘুষ দেয়। কিন্তু একটা কথা মনে রাখবেন ঘুষ খেয়ে কেউ ভোট দেয় না, দেবেও না।’

স্থানীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জামায়াত যদি আপনাদের ঘুষ দেয়। নিবেন, নিয়ে আমাদেরকে জানাবেন। আর না হলে সেনাবাহিনীকে জানাবেন।

বুধবার (২১ জানুয়ারি) রাজধানী বনানীর ঢাকা-১৭ আসনে বিএনপি'র প্রধান কার্যালয় আগামী ২৩ তারিখ জনসভা সফল করতে এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

সালাম বলেন, কেউ যদি ভোট কেনার উদ্দেশ্যে টাকা দেয়, তাহলে তাদের আইনের হাতে তুলে দিতে হবে। জনগণকে এসব অপচেষ্টার বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে উল্লেখ করে আবদুস সালাম বলেন, নির্বাচনী প্রচারণা ব্যাপকভাবে চালাতে হবে। আগামী ২৩ তারিখ অনুষ্ঠিতব্য জনসভা সফল করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, জনসমাবেশ কোথায় হবে তা যথাসময়ে জানানো হবে। সবাইকে ব্যক্তি পর্যায়ে গিয়ে মানুষকে জানাতে হবে এবং জনসভায় উপস্থিত থাকতে উৎসাহিত করতে হবে।

তিনি বলেন, জনসভায়  যখন নেতারা বক্তব্য দিবেন তখন আমরা সবাই নীরবে মনোযোগ দিয়ে শুনবো। কেউ কোনো কথা বলবে না।

তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, দলীয় শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার জন্য।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মব করে জনমত প্রভাবিত করার দিন শেষ
জামায়াত আমির মব করে জনমত প্রভাবিত করার দিন শেষ
বিএনপিতে যোগ দিলেন আ'লীগের সাবেক মন্ত্রী আবু সাইয়িদ
বিএনপিতে যোগ দিলেন আ'লীগের সাবেক মন্ত্রী আবু সাইয়িদ
চট্টগ্রাম-৮ আসনে জামায়াত নেতার অনড় অবস্থান
জোটের সিদ্ধান্ত অমান্য: চট্টগ্রাম-৮ আসনে জামায়াত নেতার অনড় অবস্থান