পাংশায় পুলিশের অভিযানে শীর্ষ সন্ত্রাসী মিঠু গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মোঃ মিঠু শেখ (৩৫) কে গ্রেপ্তার করেছে। বুধবার (২১ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে পাংশা থানাধীন সরিষা শেখপাড়ার মেহেদীর বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মিঠু শেখ সরিষা ইউনিয়নের পালেরডাঙ্গী গ্রামের খোরশেদ শেখের ছেলে।
জানা যায়, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালিয়ে সন্ত্রাসী মিঠুর হেফাজত থেকে দস্যুতা মামলার ঘটনায় ব্যবহৃত ১টি ২৪ ইঞ্চি লোহার রড, ১টি আনুমানিক ২৫ ইঞ্চি লম্বা হাসুয়া এবং লুণ্ঠিত বিভিন্ন নোটের ২ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, ধৃত মিঠু শেখের বিরুদ্ধে থানায় ২টি অস্ত্র মামলা, ২টি চাঁদাবাজির মামলা, ১টি ডাকাতির প্রস্তুতি মামলা, ২টি মাদক মামলা এবং অন্যান্য আরও ৩টিসহ মোট ১০টি মামলা রয়েছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ভিওডি বাংলা/ এস কে পাল সমীর/ আ







