• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রতিদ্বন্দ্বিতায় ৮ প্রার্থী

রাজবাড়ী-২ আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ২১ জানুয়ারী ২০২৬, ১১:০৭ পি.এম.
রাজবাড়ী-২ আসনে প্রতিদ্বন্দ্বি ৮ প্রার্থী। ছবি: কোলাজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে নির্বাচনি প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে রাজবাড়ী-২ আসনের প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে প্রতীক তুলে দেওয়া হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুলতানা আক্তার দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের নিজ নিজ প্রতীক প্রদান করেন। এ সময় সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মী ও প্রার্থীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রাজবাড়ী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুন-অর-রশিদ পেয়েছেন ধানের শীষ প্রতীক। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র প্রার্থী জামিল হিজাযী পেয়েছেন শাপলা কলি প্রতীক। স্বতন্ত্র প্রার্থী মো. নাসিরুল হক সাবু পেয়েছেন কলস প্রতীক। গণ অধিকার পরিষদের প্রার্থী জাহিদ শেখ পেয়েছেন ট্রাক প্রতীক। সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আব্দুল মালেক মণ্ডল পেয়েছেন ছড়ি প্রতীক। জাতীয় পার্টির প্রার্থী শফিউল আজম খান পেয়েছেন লাঙ্গল প্রতীক। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ আব্দুল মালেক পেয়েছেন হাতপাখা প্রতীক এবং খেলাফত মজলিশের প্রার্থী কাজী মিনহাজুল আলম পেয়েছেন দেয়াল ঘড়ি প্রতীক।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার জানান, রাজবাড়ী-২ আসনে একজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। তিনি বলেন, নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে আগামীকাল থেকে প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন।

ভিওডি বাংলা/ এস কে পাল সমীর/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাজতে আ’লীগ নেতার ‘বেয়াইখানা’, ৫ পুলিশ প্রত্যাহার
হাজতে আ’লীগ নেতার ‘বেয়াইখানা’, ৫ পুলিশ প্রত্যাহার
পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করায় নারীর মাথা ফাটালেন যুবদল নেতা
পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করায় নারীর মাথা ফাটালেন যুবদল নেতা
রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হলে প্রধানমন্ত্রী স্বৈরাচারী হতো না
উপদেষ্টা সাখাওয়াত রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হলে প্রধানমন্ত্রী স্বৈরাচারী হতো না