জনসমুদ্রে রূপ নিল সিলেট আলিয়া মাদরাসা মাঠ

সিলেট নগরের ঐতিহ্যবাহী আলিয়া মাদরাসা মাঠ জনসমুদ্রে পরিণত হয়েছে বিএনপির প্রথম নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সকাল থেকেই মাঠে জড়ো হতে থাকেন দলের হাজারো নেতাকর্মী ও সমর্থক। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে জনসভাস্থল ও আশপাশের এলাকা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১১টার দিকে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের।
এই জনসভাকে ঘিরে সিলেটসহ আশপাশের জেলাগুলোতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। গত বুধবার রাত থেকেই সিলেট, সুনামগঞ্জ ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা জনসভাস্থলে আসতে শুরু করেন।
ভোর থেকেই সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আলিয়া মাদরাসা মাঠে জড়ো হন। মিছিলগুলোতে দেখা যায় দলীয় পতাকা, ধানের শীষের প্রতিকৃতি এবং তারেক রহমানের ছবিসংবলিত ব্যানার-ফেস্টুন।
স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাঠ ছাড়িয়ে আশপাশের সড়ক ও খোলা জায়গাতেও অবস্থান নেন নেতাকর্মীরা। দলীয় সূত্রে জানা গেছে, সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের এই মঞ্চ থেকেই আনুষ্ঠানিকভাবে জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান।
একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলের সাংগঠনিক দিকনির্দেশনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। দলীয় জ্যেষ্ঠ নেতারা আশা করছেন, এই জনসভা থেকে পাওয়া দিকনির্দেশনা নির্বাচনী মাঠে নেতাকর্মীদের আরও সক্রিয় করবে।জনসভাকে কেন্দ্র করে সিলেট নগরীতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সার্বক্ষণিক তৎপরতা দেখা যাচ্ছে। জনসভাস্থল ও এর আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। নিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি চৌকি বসানো হয়েছে এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
এর আগে বুধবার (২১ জানুয়ারি) রাত আটটার দিকে তারেক রহমান আকাশপথে সিলেটে পৌঁছান। সিলেট পৌঁছেই তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।
পাশাপাশি হজরত শাহজালাল (রহ.) দরগাহ কবরস্থানে গিয়ে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবর জিয়ারত করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।পরবর্তীতে তিনি সিলেট নগরের উপকণ্ঠে দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুর গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে যান।
সেখানে উপস্থিত স্থানীয় বাসিন্দা ও নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এ সময় বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া এবং জুবাইদা রহমানের পরিবারের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শ্বশুরবাড়িতে কিছু সময় অবস্থান করার পর তারেক রহমান সিলেট বিমানবন্দরসংলগ্ন একটি হোটেলে ফিরে যান। দলীয় কর্মসূচির অংশ হিসেবে আজকের এই জনসভাকে সিলেট অঞ্চলের নির্বাচনী রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জনসভায় বিপুল জনসমাগম বিএনপির সাংগঠনিক শক্তি ও নির্বাচনী প্রস্তুতির বার্তা দিচ্ছে বলেও মনে করছেন তারা।
ভিওডি বাংলা/জা







