• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, যানজটের সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক    ২২ জানুয়ারী ২০২৬, ১২:৪৮ পি.এম.
সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তেজনা-ছবি-ভিওডি বাংলা

ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় আবারও সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের কারণে ওই এলাকা ও আশেপাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপকভাবে উপস্থিত ছিল।

সংঘর্ষকালে সরেজমিনে দেখা যায়, সাইন্সল্যাব মোড়ে পুলিশের বড়সংখ্যক সদস্য রাস্তার মাঝখানে অবস্থান করছেন। মিরপুর সড়কের নিউমার্কেট অংশে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা এবং গ্রিনরোড অংশে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছিল। পুলিশ দু’পক্ষকে শান্ত রাখার চেষ্টা করছিল।

ঘটনার সূত্রপাত গতকাল বুধবার কলেজ ছুটি শেষে ঘটে। জানা যায়, ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের এক শিক্ষার্থীকে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা মারধর করে, যার ফলে তার মাথা ফেটে যায় এবং তিনি হাসপাতালে চিকিৎসা নেন। আজ আহত ওই শিক্ষার্থী মাথায় ব্যান্ডেজ নিয়ে কলেজে আসলে তার সহপাঠিরা ঘটনা শুনে উত্তেজিত হয়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সাইন্সল্যাবে ধাওয়া দেয়। তবে আহত শিক্ষার্থীর নাম জানা যায়নি।

এটি নতুন ঘটনা নয়। গত বছরের ৯ ডিসেম্বর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের বিপরীতে এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এছাড়া, আজ সংঘর্ষ চলাকালে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থী পরিবহনের ‘বিজয় ৭১’ এবং ‘শঙ্খনীল’ নামের দুটি বাস ভাঙচুর করে।

এর আগেও উত্তেজনা কমানোর উদ্দেশ্যে পদক্ষেপ নেওয়া হয়েছিল। গত বছরের ৯ নভেম্বর ঢাকা কলেজের শহীদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটরিয়ামে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে একটি ‘শান্তি বৈঠক’ অনুষ্ঠিত হয়। উভয় কলেজের শিক্ষার্থীরা পরস্পরকে প্রতীকীভাবে গোলাপ দিয়ে বরণ করেন এবং মুখে বন্ধুত্বের স্লোগান ধরে ভবিষ্যতে সংঘর্ষে না জড়ানোর অঙ্গীকার করেন। বৈঠকে দুই কলেজের অধ্যক্ষ, শিক্ষক এবং নিউমার্কেট থানার পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

কিন্তু তিন মাসও টিকলো না সেই অঙ্গীকার। এদিকে আজকের সংঘর্ষে পুলিশের প্রচেষ্টার মধ্যেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে ওঠে। স্থানীয়দের মতে, সংঘর্ষের ফলে আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ চরম অসুবিধার সম্মুখীন হন।

বিশেষজ্ঞরা মনে করছেন, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান বিরোধ এবং ছোট ঘটনার প্রতিক্রিয়ায় বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটছে। তারা দাবি করছেন, শুধু পুলিশের উপস্থিতি বা শান্তি বৈঠকই যথেষ্ট নয়; কলেজ প্রশাসনকে শিক্ষার্থীদের মধ্যে বোঝাপড়া ও সংহতি বৃদ্ধির জন্য দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিতে হবে।

নিউমার্কেট থানার পুলিশ জানায়, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন হলে আরও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করবে। তবে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা এখনও কমে নি। এলাকাবাসীও আশঙ্কা প্রকাশ করেছেন, কোন ক্ষুদ্র ঘটনার কারণে আবারও বড় ধরনের সংঘর্ষ ঘটতে পারে।

ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে আজকের সংঘর্ষ দেখিয়েছে যে, অতীত শান্তি চুক্তি বা প্রতীকী বন্ধুত্ব কার্যকর হয়নি। তাই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘমেয়াদী সহযোগিতা এবং প্রশাসনের সক্রিয় ভূমিকা ছাড়া ভবিষ্যতে এমন ঘটনা পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২১ এপ্রিল শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা
২১ এপ্রিল শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা
ঢাকায় দ্বিতীয় দিনেও ৩ স্থানে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি
ঢাকায় দ্বিতীয় দিনেও ৩ স্থানে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রফেশনাল ভর্তির আবেদন চলছে
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রফেশনাল ভর্তির আবেদন চলছে