• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমান:

আল্লাহর মালিকানার বাইরে কেউ বেহেশত-দোজখ দিতে পারে না

নিজস্ব প্রতিবেদক    ২২ জানুয়ারী ২০২৬, ০১:৫৩ পি.এম.
সিলেটে আলিয়া মাদরাসা মাঠে বিএনপির নির্বাচনী প্রচার সভায় বক্তব্য দেন তারেক রহমান-ছবি-ভিওডি বাংলা

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “বেহেশত ও দোজখের মালিক আল্লাহ। কিন্তু যেটার মালিক আল্লাহ, সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না।” তিনি সতর্ক করেন, যারা নির্বাচনের আগে মানুষের সঙ্গে প্রতারণা করে, তারা শিরকীভাবে মানুষের বিশ্বাস ভঙ্গ করছে।

২২ (জানুয়ারি বৃহস্পতিবার) সিলেটের আলিয়া মাদরাসা মাঠে বিএনপির নির্বাচনী প্রচার কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে বক্তব্যের সময় তারেক রহমান এসব কথা বলেন। তিনি বলেন, “যারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ঠকাচ্ছে, তাদের আস্তানা সবাই জানে। মুক্তিযুদ্ধের সময় সেই দল কী অবস্থানে ছিল, জনগণ তা দেখেছে। সেক্ষেত্রে দিল্লি বা পিন্ডি নয়, দেশের কথা আগে ভাবতে হবে।”

তারেক রহমান আরও উল্লেখ করেন, দেশের কিছু মহল ষড়যন্ত্রে লিপ্ত। তিনি বলেন, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালেটের মাধ্যমে নির্বাচনী প্রতারণা হওয়ার নজির রয়েছে, এবং দেশের মানুষ সেই ঘটনা প্রত্যক্ষ করেছে।

বিএনপি চেয়ারম্যান সমাবেশে জানান, আগামীতে সরকার গঠন করলে জনগণকে স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করবে দলটি। তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানান।

সভায় উপস্থিত সাধারণ মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে ব্যবহার করে দেশের গণতন্ত্র এবং মানুষের কল্যাণ নিশ্চিত করার গুরুত্বে সচেতন হওয়ার আহ্বান মেনে নেন।

তারেক রহমানের বক্তব্য থেকে স্পষ্ট, বিএনপি জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু ধর্মীয় আস্থা ও আল্লাহর অধিকারকে কেন্দ্রবিন্দুতে রেখে মানুষের সঙ্গে প্রতারণা করা থেকে বিরত থাকতে হবে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দোয়া-মুনাজাতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন হাবিব
দোয়া-মুনাজাতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন হাবিব
কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনি প্রচারণা শুরু
কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনি প্রচারণা শুরু
বিএনপির লড়াই স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে
মির্জা ফখরুল: বিএনপির লড়াই স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে