• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী

ছাত্র আন্দোলনের শতাধিক শিক্ষার্থী বিএনপিতে যোগদান

সিরাজগঞ্জ প্রতিনিধি    ২২ জানুয়ারী ২০২৬, ০১:৫৮ পি.এম.
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক শিক্ষার্থী বিএনপিতে যোগদান। ছবি: ভিওডি বাংলা

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত প্রায় শতাধিক শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন। বৃহস্পতিবার (আজ) বেলা সাড়ে ১১টায় শহরের একটি বাসভবনে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর হাত ধরে দলটিতে যোগদান করেন ওই শিক্ষার্থীরা। এ সময় নতুন যোগদানকারী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। যোগদান অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় শিক্ষার্থীদের সচেতন ও গণতান্ত্রিক রাজনীতিতে যুক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে যারা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, তাদের বিএনপিতে যুক্ত হওয়া গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে।

তিনি বলেন, বিএনপি সবসময় শিক্ষার্থী ও তরুণ সমাজের ন্যায্য দাবি আদায়ে পাশে ছিল। আগামীতেও একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জনগণের রাষ্ট্র বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিএনপিতে যোগদান দলকে আরও গতিশীল করবে। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবেন।

নবাগত শিক্ষার্থীরা জানান, দেশে চলমান বৈষম্য, দমন-পীড়ন ও গণতান্ত্রিক অধিকার হরণের প্রতিবাদেই তারা বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছেন। তারা বলেন, একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বিএনপির নেতৃত্বে তারা সক্রিয় ভূমিকা রাখতে চান।

ভিওডি বাংলা/দিল/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে তিন গ্রামের মানুষের যাতায়াত
দ্রুত মেরামতের দাবি ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে তিন গ্রামের মানুষের যাতায়াত
পাংশায় পুলিশের অভিযানে শীর্ষ সন্ত্রাসী মিঠু গ্রেপ্তার
পাংশায় পুলিশের অভিযানে শীর্ষ সন্ত্রাসী মিঠু গ্রেপ্তার
ম্যাগাজিনসহ ইয়ার ডাকাতের দুই সহযোগী গ্রেপ্তার
সাতক্ষীরা ম্যাগাজিনসহ ইয়ার ডাকাতের দুই সহযোগী গ্রেপ্তার