দোয়া-মুনাজাতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন হাবিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব দোয়া ও মুনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণার উদ্বোধন করেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর বাসাবো টেম্পু স্ট্যান্ডে অবস্থিত নির্বাচনী অফিসে দোয়া অনুষ্ঠানের মধ্যদিয়ে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন।
এসময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন দেশে বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য স্বৈরাচারীর বিরুদ্ধে সংগ্রাম করেছেন তাদের সন্তান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি মানবিক, নিরাপদ, গণতান্ত্রিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলাই তাঁদের লক্ষ্য।
তিনি বলেন, ঢাকা-৯ এলাকার সকল মানুষকে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। যারা এই এলাকার মানুষ ও এলাকার উন্নয়নকে ভালোবাসে তাদের সবাইকে সঙ্গে নিয়েই ইনশাআল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাব।
হাবিবুর রশিদ হাবিব আরও বলেন, ধানের শীষ কোনো ব্যক্তির একক প্রতীক নয়, বরং এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শের প্রতীক। ধানের শীষ হাজারো শহীদের রক্তে অর্জিত গণতন্ত্রের প্রতীক।
তিনি বলেন, ধানের শীষ হচ্ছে গণতন্ত্রের মার্কা, জুলাই-আগস্টের গণআন্দোলনে অংশ নেওয়া মানুষের মার্কা এবং ঢাকা-৯ এর ভালোবাসার মার্কা।
অনুষ্ঠান শেষে তিনি সকলকে ধানের শীষের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে ঢাকা-৯ কে একটি উন্নত ও গণতান্ত্রিক এলাকায় রূপান্তরের আহ্বান জানান।
ভিওডি বাংলা/জা






