• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আ’লীগ বঙ্গবন্ধু শব্দটি চুরি করে মুজিবের আগে বসায়: আলাল

নিজস্ব প্রতিবেদক    ২২ জানুয়ারী ২০২৬, ০২:৪৮ পি.এম.
জাতীয় প্রেস ক্লাবে হলে ভাসানীর ৫৪ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভায় বক্তব্য দেন আলাল-ছবি-ভিওডি বাংলা

আওয়ামী লীগের নেতারা বঙ্গবন্ধু শব্দটিকে চুরি করে এনে, গোপন এবং ধার করে এনে শেখ মুজিবের নামের আগে বসিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ভাসানী জনশক্তি পার্টির উদ্যোগে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫৪ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘আজকে যারা বঙ্গবন্ধু বলছে, এই বঙ্গবন্ধু বললে শেখ মুজিবকে অপমান করা হবে। কারণ-বঙ্গবন্ধু শব্দটা প্রথম বাংলা ভাষায় এসেছে কলকাতা থেকে প্রকাশিত বাংলা একটা পাক্ষিক পত্রিকায়। যেটার সম্পাদক ছিলেন বঙ্গচন্দ্র রায়। সেই পত্রিকার নাম ছিল বঙ্গবন্ধু। এই হচ্ছে এক নম্বর বঙ্গবন্ধু। দ্বিতীয় বঙ্গবন্ধুও শেখ মুজিব ছিলেন না। দ্বিতীয় বঙ্গবন্ধু ছিলেন মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ। অবিভক্ত ভারতবর্ষের সব সম্প্রদায়ের মানুষের মুক্তির জন্য যিনি লড়াই করেছিলেন, তাকে ১৯১০ সালে যশোরে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছে। পরবর্তীতে আওয়ামী লীগের নেতারা সেই বঙ্গবন্ধু শব্দটিকে চুরি করে এনে, গোপন এবং ধার করে এনে শেখ মুজিবের নামের আগে বসিয়ে দিয়েছে।’  

তিনি বলেন, ‘মওলানা আব্দুল হামিদ খান ভাসানী চাইলে কিং হতে পারতেন। কিন্তু তিনি কিং না হয়ে, কিং মেকার হয়েছেন। তিনি ইচ্ছে করলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারতেন, পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রীও হতে পারতেন ও গভর্নর হতে পারতেন। কিন্তু তিনি সেগুলোর একটাও হননি। তিনি শেখ মুজিবকে হওয়ার রাস্তা করে দিয়েছেন। তাঁর হাতে মশিউর রহমান যাদু মিয়াসহ অনেক বরেণ্য নেতৃত্ব তৈরী হয়েছে। নিজের জন্য তিনি কিছুই করেননি।’

মোয়াজ্জেম হোসেন আলাল আরও বলেন, ‘রাজনীতির শৈল্পিক কৌশল এবং আর্টিস্টিক টেকনিক মওলানা ভাসানী এই অঞ্চলে প্রথম প্রতিষ্ঠিত করেছেন। তিনি শেখ মুজিবকে অনেক স্নেহ করতেন। কিন্তু শেখ মুজিব সেই স্নেহের মর্যাদা দিতে পারেনি।’ 

বিএনপির এই নেতা বলেন, ‘যখন সাফল্য আসে, তখন হাততালি দু'হাত দিয়ে দিতে হয়। আর যখন দুঃসময় আসে, তখন সান্ত্বনা দিতে কাঁধে এক হাত রাখলেই যথেষ্ট। বাংলাদেশের এখন বর্তমান সময়ে কাঁধে এক হাত দেয়া খুব প্রয়োজন। এই প্রয়োজনের তাগিদে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে অনেক বেশি মনে পড়ে।’  

আলোচনা সভায় এসময় ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট নাজমুল হক নান্নুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা-সবুজ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শহীদদের দিকে তাকিয়ে গণভোটে হ্যাঁ-এর পক্ষে কাজ করুন
শহীদদের দিকে তাকিয়ে গণভোটে হ্যাঁ-এর পক্ষে কাজ করুন
ভোট ডাকাতির ষড়যন্ত্রের বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান তারেক রহমানের
ভোট ডাকাতির ষড়যন্ত্রের বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান তারেক রহমানের
দোয়া-মুনাজাতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন হাবিব
দোয়া-মুনাজাতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন হাবিব