‘মিরাকলের’ আশায় বিসিবি, আজই চূড়ান্ত সিদ্ধান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত নিতে বাংলাদেশকে মাত্র একদিন সময় দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবারের মধ্যে সিদ্ধান্ত না জানালে বাংলাদেশের পরিবর্তে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হবে।
বিসিবি আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এখনো কিছু জানায়নি। তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে জানিয়েছেন, তারা এখনও ‘মিরাকলের’ আশায় আছেন।
বুধবার (২১ জানুয়ারি) বিকালে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় বাংলাদেশের দাবি গ্রহণ করা হয়নি। সভায় অংশ নেওয়া সদস্য দেশগুলোর প্রায় সবাই টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ও ভেন্যু পরিবর্তনের বিপক্ষে ভোট দেয়। কেবল পাকিস্তান বাংলাদেশের দাবির পক্ষে অবস্থান নেয়। এরপর আইসিসি স্পষ্ট করে জানিয়ে দেয়, বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন হচ্ছে না।
এ অবস্থায় বাংলাদেশ যদি ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায়, তবে তাদের বদলে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় আইসিসি।
আইসিসির সভায় একদিন সময় চেয়ে নেন বিসিবি সভাপতি। এ প্রসঙ্গে আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘আমি আইসিসির বোর্ডকে বলেছি, শেষবারের মতো আমাকে সরকারের সঙ্গে কথা বলার সুযোগ দিতে। তারা রাজি হয়ে আমাকে ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি এখনও আইসিসি থেকে কোনো মিরাকলের আশায় আছি। কে বিশ্বকাপ খেলতে চায় না?’ তবে একই সঙ্গে তিনি জানান, সরকারকে চাপ দেওয়ার পক্ষে তারা নন এবং নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে তারা শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে আগ্রহী ছিলেন। সেই অবস্থানেই বিসিবি এখনো রয়েছে।
অন্যদিকে, বিশ্বকাপে অংশগ্রহণের পক্ষে অবস্থান নিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। আইসিসির বোর্ড সভার পর পাওয়া খবরে তারা হতাশ হয়েছেন বলে জানা গেছে।
এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বিকাল ৩টায় একটি পাঁচ তারকা হোটেলে ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের। ওই বৈঠকে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে কি না—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
ভিওডি বাংলা/ এসআর/ আ







