শহীদদের দিকে তাকিয়ে গণভোটে হ্যাঁ-এর পক্ষে কাজ করুন

নির্বাচনী মাঠে থাকা রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়ে ঢাকা-৮ আসনের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীর উদ্দীন পাটওয়ারী বলেন, ‘শহীদদের দিকে তাকিয়ে হলেও আপনারা গণভোটে 'হ্যাঁ'-এর পক্ষে কাজ করুন।’
তিনি আরও বলেন, ‘আমরা ড. ইউনূসকে ধন্যবাদ জানাচ্ছি। এই সরকার গণঅভ্যুত্থানের শহীদদের মর্যাদা দিয়ে, তাদের যে আকাঙ্খা এবং স্পিরিট রয়েছে, সেটার প্রতি মর্যাদা রেখে 'হ্যাঁ'-এর পক্ষে ক্যাম্পেইন চালাচ্ছে। ১০ দলীয় জোটের প্রত্যেকে আমরা 'হ্যাঁ'-এর পক্ষে ক্যাম্পেইন করছি।’
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এনসিপির নির্বাচনী যাত্রায় দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে তিনি এসব কথা বলেন।
নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, ‘যারা বাংলাদেশে আধিপত্যবাদ বাংলাদেশে বিস্তার করতে চায় এবং যারা ফ্যাসিবাদী শক্তি, তারা-ই শহীদ ওসমান হাদিকে খুন করেছ। আমরা বর্তমান সরকারকে বলবো- দ্রুত এই খুনের বিচার করুন। তা না হলে শহীদ ওসমান হাদিকে আমরা যেভাবে হারিয়েছি, ঠিক এভাবেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের অনেক সহযোদ্ধাকে হারাতে হবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশে বিচারহীনতার যে সংস্কৃতি রয়েছে, এই সংস্কৃতি থেকে বের হয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গঠন করতে চাই। যে বাংলাদেশ বাংলাদেশে সবাই নিরাপদ থাকবে। ব্যবসায়ীরা চাঁদাবাজী থেকে নিরাপদ থাকবে। আমরা দুর্নীতি থেকে মুক্তি চাই। দলীয় টেন্ডারবাজীর দুর্বৃত্তায়নের চক্র আমরা ভেঙে দিতে চাই। যারা দেশ থেকে টাকা লুটপাট করেছে, আমরা তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চাই।’
নাসির উদ্দীন পাটোয়ারী আরও বলেন, ‘আমাদের ভাই-বোনদেরকে শেখ হাসিনা খুন করে বিদেশে পালিয়ে গেছে এবং দিল্লিতে বসে বিভিন্ন রকমের যড়যন্ত্র করছে। আমরা ভারতের কাছে আহবান করবো-কোনো ষড়যন্ত্রকারী এবং খুনিকে আপনারা জায়গা দিবেন না। তার ফাঁসির রায় হয়েছে, তাকে আপনারা বাংলাদেশে ফেরত দেন। বাংলাদেশে শেখ হাসিনার যে ফাঁসির রায় হয়েছে, আমরা সেটি বাস্তবায়ন করতে চাই।’
ঢাকা-৮ আসনের প্রার্থী এই প্রার্থী বলেন, ‘আমরা দেখেছিলাম ঢাকা-৮-এ অনেক খুন হয়েছে। আমরা একটা হত্যাকান্ডের বিচার পাইনি। এই বিচারগুলো বাংলাদেশে আমরা দ্রুত বাস্তবায়ন চাই। ঢাকা-৮ এ আমরা নারীদের জন্য নিরাপদ আবাস্থল গড়তে চাই। সকলের জন্য সুন্দর নিরাপদ একটা ব্যবস্থা করতে চাই। আমরা সুন্দর একটি ঢাকা-৮ দেখতে চাই।’
নির্বাচনী যাত্রায় এসময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/জা






