• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রেকর্ডের রাতে রোনালদোর ভাস্কর্যে আগুন

স্পোর্টস ডেস্ক    ২২ জানুয়ারী ২০২৬, ০৩:৫৫ পি.এম.
রোনালদোর ভাস্কর্যে আগুন। সংগৃহীত ছবি

সৌদি প্রো লিগে বুধবার রাতে দামাকের বিপক্ষে ২–১ গোলের জয় পেয়েছে আল নাসর। ম্যাচের ৫০ মিনিটে দলের হয়ে একটি গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই গোলের মাধ্যমে ক্লাব ইতিহাসে নতুন এক রেকর্ড গড়েছেন পর্তুগিজ তারকা।

আল নাসরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে বিদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো। সৌদি ক্লাবটির জার্সিতে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১১৬-এ।

একদিকে সৌদি আরবে রেকর্ড গড়ায় ব্যস্ত রোনালদো, অন্যদিকে নিজ দেশ পর্তুগালে ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা। পর্তুগালের মাদেইরা দ্বীপে অবস্থিত ‘সিআর৭ মিউজিয়াম’-এর সামনে থাকা রোনালদোর একটি ভাস্কর্যে অগ্নিসংযোগ করা হয়েছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ব ফুটবল অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

ফুনচাল শহরে অবস্থিত জাদুঘরের বাইরে এক ব্যক্তি নিজেই ভাস্কর্যে দাহ্য তরল ঢেলে আগুন ধরিয়ে ভিডিও ধারণ করেন। ভিডিওতে তাকে অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়। পরে ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করে তিনি শিরোনাম দেন, ‘এটি ঈশ্বরের শেষ সতর্কবার্তা।’

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পর্তুগালের পাবলিক সিকিউরিটি পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। পুলিশ সূত্রে জানা গেছে, তাকে মাদেইরার নেলিও মেনদোনকা হাসপাতালের মনোরোগ বিভাগে ভর্তি করা হয়েছে। ভাস্কর্যটি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। আগুন কিছু সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে আনা হয়।

উল্লেখ্য, ২০১৬ সালে দ্বীপের অন্য স্থান থেকে সরিয়ে এই ভাস্কর্যটি বর্তমান স্থানে স্থাপন করা হয়। এর আগেও একবার মেসি-সমর্থকদের ভাঙচুরের শিকার হয়েছিল এটি। সর্বশেষ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর অসংখ্য ভক্ত ক্ষোভ প্রকাশ করেছেন।

সিআর৭ মিউজিয়ামের এক মুখপাত্র জানান, বিষয়টি এখন পুলিশের তদন্তাধীন এবং এ মুহূর্তে তারা এ নিয়ে কোনো মন্তব্য করতে চান না।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটির ভরাডুবি
চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটির ভরাডুবি
শেষ বলের ছক্কায় রংপুরকে বিদায় করে কোয়ালিফায়ারে সিলেট
শেষ বলের ছক্কায় রংপুরকে বিদায় করে কোয়ালিফায়ারে সিলেট
টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠালো চট্টগ্রাম
বিপিএলের কোয়ালিফায়ার: টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠালো চট্টগ্রাম