• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

১৭ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণ

কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

আদালত প্রতিবেদক    ২২ জানুয়ারী ২০২৬, ০৪:১৯ পি.এম.
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংগৃহীত ছবি

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এ মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মামলার সাত আসামিই বর্তমানে পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই বিচারকাজ পরিচালিত হবে। পলাতক থাকায় এদিন আনুষ্ঠানিকভাবে অভিযোগ পড়ে শোনানো হয়নি। ফলে ট্রাইব্যুনাল চার্জ গঠন করে সাক্ষ্যগ্রহণের জন্য দিন নির্ধারণ করেন।

শুনানিতে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, ফারুক আহাম্মদ ও আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যান্যরা। আসামিদের পক্ষে সরকারি খরচে নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রনিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী লোকমান হাওলাদার ও ইশরাত জাহান উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের ছাড়া মামলার অন্য আসামিরা হলেন— আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

এর আগে গত ১৮ জানুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশন ও আসামিপক্ষের শুনানি শেষ হয়। গত ৮ জানুয়ারি পলাতক আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দেন ট্রাইব্যুনাল। মানবতাবিরোধী অপরাধের এ মামলায় গত ১৮ ডিসেম্বর অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২। একই দিন সকালে প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে।

ভিওডি বাংলা/ এস/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাষ্ট্রদ্রোহ আইন বাতিল চেয়ে হাইকোর্টে রিট
রাষ্ট্রদ্রোহ আইন বাতিল চেয়ে হাইকোর্টে রিট
চানখাঁরপুলে ৬ হত্যার মামলার রায় পিছিয়েছে
চানখাঁরপুলে ৬ হত্যার মামলার রায় পিছিয়েছে
ইভ্যালির রাসেল-শামীমা আবারও গ্রেফতার
ইভ্যালির রাসেল-শামীমা আবারও গ্রেফতার