• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কাশ্মীরে সড়ক দুর্ঘটনায় ১০ ভারতীয় সেনা নিহত, আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক    ২২ জানুয়ারী ২০২৬, ০৪:৪৯ পি.এম.
দুর্ঘটনায় পতিত ক্যাসপির মডেলের বুলেটপ্রুফ সেনা-ছবি: সংগৃহীত

ভারতের জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর ১০ সদস্য নিহত হয়েছেন। একই ঘটনায় আরও অন্তত ১০ জন সেনা সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সেনাবাহিনীর একটি বুলেটপ্রুফ যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে গভীর খাদে পড়ে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার শিকার যানটি ছিল ‘ক্যাসপির’ মডেলের একটি বুলেটপ্রুফ সামরিক গাড়ি। গাড়িটিতে সেনাবাহিনীর সদস্যরা একটি অভিযানের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পাহাড়ি এলাকায় দুর্গম ও আঁকাবাঁকা সড়ক হওয়ায় দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। আহত সেনা সদস্যদের দ্রুত হেলিকপ্টারের মাধ্যমে নিকটবর্তী সামরিক হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক শোকবার্তায় নিহত সেনা সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, ‘ডোডায় ঘটে যাওয়া এই দুর্ভাগ্যজনক সড়ক দুর্ঘটনায় আমাদের ১০ জন সাহসী ভারতীয় সেনা সদস্যের প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। তাদের অসামান্য সেবা ও সর্বোচ্চ আত্মত্যাগ আমরা চিরকাল স্মরণ রাখব।’

তিনি আরও বলেন, ‘এই শোকের মুহূর্তে পুরো দেশ শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে রয়েছে। আহত সেনা সদস্যদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকেও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নভোচারী সুনীতা উইলিয়ামস অবসরে
নভোচারী সুনীতা উইলিয়ামস অবসরে
শিনজো আবে হত্যার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড
শিনজো আবে হত্যার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড
যে দেশে প্রতি ৩৪ মিনিটে বিয়ে, ৭৫ মিনিটে তালাক
যে দেশে প্রতি ৩৪ মিনিটে বিয়ে, ৭৫ মিনিটে তালাক