• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভাইরাল ভিডিও:

পুলিশের হাত থেকে বাঁচতে নর্দমায় লুকিয়েছিলেন মাদকাসক্ত

আন্তর্জাতিক ডেস্ক    ২২ জানুয়ারী ২০২৬, ০৫:২৭ পি.এম.
পুলিশের হাতে ধরা এড়াতে নর্দমায় লুকিয়েছিলেন মাদকাসক্ত ব্যক্তি-ছবি-ভিওডি বাংলা

পুলিশের হাত এড়াতে এক মাদকাসক্ত ব্যক্তি ঘাড় পর্যন্ত পানি ভর্তি নর্দমায় লুকিয়েছিলেন। ঘটনাটি ভিডিওতে ধরা পড়ে এবং মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি নর্দমার কাদা-কলমা পানিতে ডুবে আছেন এবং মুখ নোংরা কাপড় দিয়ে ঢাকা রেখেছেন। আশেপাশে থাকা অন্যান্য মাদকাসক্তরা পুলিশের হাতে ধরা পড়ছেন। পুলিশের কয়েক মিনিটের অনুসন্ধানের পর তাকে সেখান থেকে উদ্ধার করা হয়। ‍

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ব্যক্তিকে পরে পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে। এ ধরনের পরিস্থিতি মাদকাসক্তদের জীবনযাত্রার বাস্তব চিত্র তুলে ধরে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সাহসকে অবাক করার মতো বলে মন্তব্য করেছেন, কেউ আবার বলেছেন, নেশাগ্রস্ত অবস্থায় মানুষ নোংরা পানি এবং নিরাপদ পানির পার্থক্য বুঝতে পারে না।

এই ঘটনা সমাজে মাদক সমস্যা এবং পুনর্বাসনের গুরুত্বকে আরও আলোচ্য করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের লুকোচুরি এবং বিপজ্জনক আচরণ মাদকাসক্তদের জীবন ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

ভিডিওটি দেখে অনেকেই সংশ্লিষ্টদের পুনর্বাসনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নভোচারী সুনীতা উইলিয়ামস অবসরে
নভোচারী সুনীতা উইলিয়ামস অবসরে
শিনজো আবে হত্যার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড
শিনজো আবে হত্যার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড
যে দেশে প্রতি ৩৪ মিনিটে বিয়ে, ৭৫ মিনিটে তালাক
যে দেশে প্রতি ৩৪ মিনিটে বিয়ে, ৭৫ মিনিটে তালাক