ইউএইতে শীতের রেকর্ড:
জাবেল জাইসে তাপমাত্রা নামে ০.২ ডিগ্রি সেলসিয়াসে

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এই শীত মৌসুমে দেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোর ৫টা ৪৫ মিনিটে দেশের সর্বোচ্চ চূড়া জাবেল জাইস এলাকায় তাপমাত্রা নেমে আসে মাত্র ০.২ ডিগ্রি সেলসিয়াসে।
ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি জানিয়েছে, চলতি মৌসুমে ইউএই তার সবচেয়ে শীতল দিনগুলোর মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়েছে, জানুয়ারির দ্বিতীয়ার্ধে দেশজুড়ে শৈত্যপ্রবাহের প্রভাব থাকতে পারে।
শৈত্যপ্রবাহের কারণে উচ্চ ভুমির অঞ্চলগুলোতে তাপমাত্রা শূন্যের কাছাকাছি নেমে যেতে পারে, যা সাধারণত দেশটির জন্য অস্বাভাবিক। নাগরিকদের সতর্ক করে আবহাওয়া বিভাগ জানিয়েছে, শীতল আবহাওয়ার কারণে বাইরে সময় কাটানো বা হঠাৎ শারীরিক চাপ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
বিশেষজ্ঞরা আরও বলছেন, পাহাড়ি এলাকা এবং মরুভূমি অঞ্চলে রাতের তাপমাত্রা আরও কমতে পারে। এছাড়া শহরাঞ্চলেও দিনের শুরুতে তাপমাত্রা কফি-চা ও হালকা কভারিং-এর মাধ্যমে সামলানো যেতে পারে।
ভিওডি বাংলা/জা







