বিসিবি সভাপতি
বাংলাদেশ বিশ্বকাপ খেলতে চায়, কিন্তু ভারতে নয়

নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না। সর্বশেষ আইসিসির বোর্ড সভায় বিসিবিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল, কিন্তু আগের অবস্থানেই অনড় থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ক্রীড়া উপদেষ্টার সঙ্গে ক্রিকেটারদের বৈঠকের পর বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাংবাদিকদের জানিয়েছেন, ‘বাংলাদেশ বিশ্বকাপ খেলতে চায়, কিন্তু ভারতে নয়। শ্রীলঙ্কায় ম্যাচ খেলার জন্য লড়াই চালিয়ে যাব।’
বুলবুল আইসিসির বৈঠক ও আল্টিমেটামের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, আইসিসির সঙ্গে আরও যোগাযোগ করব, যাতে আমাদের ছেলেরা বিশ্বকাপে খেলতে পারে। বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমরা গর্ববোধ করি, কিন্তু বিশ্ব ক্রিকেট নিয়ে কিছুটা সন্দিহান। বাংলাদেশ না গেলে আইসিসি বড় ভুল করবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের একটাই চাহিদা—বিশ্বকাপ খেলতে চাই, ভারতে নয়, শ্রীলঙ্কায়। আমাদের দল প্রস্তুত আছে।’
ভিওডি বাংলা/ এস/ আরিফ







