• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি    ২২ জানুয়ারী ২০২৬, ০৬:২৭ পি.এম.
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুল, ময়মনসিংহ ক্যান্টনমেন্টের উদ্যোগে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মালিক শামস উদ্দিন মোহাম্মদ মঈন, কমান্ডার ৭৭ পদাতিক ব্রিগেড ও সভাপতি, পরিচালনা পর্ষদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মো. জাহাঙ্গীর আলম, এইসি ও অধ্যক্ষ, ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুল।

প্রধান অতিথি বেলুন উড়িয়ে ও মশাল প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে জাতীয় পতাকা উত্তোলন ও ঘোষণাপত্র পাঠ করা হয়। বিদ্যালয়ের তিনটি হাউজ মার্ক টোয়াইন, উইলিয়াম শেক্সপিয়ার ও রবার্ট ফ্রস্ট—এর অংশগ্রহণে মনোমুগ্ধকর প্যারেড অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য রিলে রেস, ব্যালান্স রেসসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি অভিভাবকদের জন্য পুরুষ ও মহিলা বিভাগে আলাদা খেলাধুলার ব্যবস্থাও ছিল। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সার্বিক ফলাফলে রবার্ট ফ্রস্ট হাউস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং উইলিয়াম শেক্সপিয়ার হাউস রানারআপ হয়।

সমাপনী বক্তব্যে প্রধান অতিথি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং সফল এই আয়োজনের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

ভিওডি বাংলা/ এম


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২১ এপ্রিল শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা
২১ এপ্রিল শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা
ঢাকায় দ্বিতীয় দিনেও ৩ স্থানে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি
ঢাকায় দ্বিতীয় দিনেও ৩ স্থানে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রফেশনাল ভর্তির আবেদন চলছে
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রফেশনাল ভর্তির আবেদন চলছে