• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমান

১২ ফেব্রুয়ারি ভোরে ভোটকেন্দ্রে যেতে হবে

হবিগঞ্জ প্রতিনিধি    ২২ জানুয়ারী ২০২৬, ০৬:৫৯ পি.এম.
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি-ভিওডি বাংলা

১২ ফেব্রুয়ারি ভোরে ভোট কেন্দ্র গিয়ে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাতে জেলার শায়েস্তাগনজ উপজেলা পরিষদ মাঠে নির্বাচনী সমাবেশে ভোটারদের প্রতি এই আহ্বান জানান।

তিনি বলেন, ‘‘ভোরে ভোটকেন্দ্রে যেতে হবে। ভোটের দিন তাহাজুদ নামাজ পড়ে প্রস্তুতি নেবেন। ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ পড়ে ভোট দিতে হবে। মনে রাখতে হবে এবারের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তারেক রহমান বলেন. ‘‘এ দেশটা কার? জনগণের দেশ। কারো ব্যক্তি সম্পত্তি নয়। এই সমাবেশে আমার সামনে যে হাজার হাজার মানুষ বসে আছেন আপনারাই এদেশে মালিক। কাজেই আপনাদেরকেই সিদ্ধান্ত নিয়ে হবে আপনারা কিভাবে দেশ পরিচালনা করতে চান এবং ভোটের মাধ্যমে সেই সিদ্ধান্ত  আপনাদেরকে দিতে হবে।”

মাগবিরেবর নামাজের পূর্বক্ষনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহর শায়েস্তগনজ পৌঁছায়। তারেক রহমান মঞ্চে উঠে জামাতে মাগবিরের নামাজ আদায় করেন।

বেলা ১টায় সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে তারেক রহমান দলের নির্বাচনী প্রচারাভিযান শুরু করেন। সিলেটে বক্তব্য দিয়ে সড়কপথে মৌলভীবাজারের শেরপুর সমাবেশ বক্তব্য দেন। সেখানে থেকে ভঙ্গুর সড়ক পথ অতিক্রম করে শায়েস্তাগনজ পৌঁছান সন্ধ্যায়। এরপর সরাইলে সমাবেশে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান। হবিগঞ্জের এই সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আখতার।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একদিকে ফ্যামিলি কার্ড অন্যদিকে ঋণখেলাপিদের মনোনয়ন: নাহিদ
একদিকে ফ্যামিলি কার্ড অন্যদিকে ঋণখেলাপিদের মনোনয়ন: নাহিদ
তারেক রহমানের পাঁচ জনসম্পৃক্ততা ও জনমত প্রক্রিয়া
মাহ্দী আমিন তারেক রহমানের পাঁচ জনসম্পৃক্ততা ও জনমত প্রক্রিয়া
তারেক রহমানের পক্ষে গণজোয়ার গড়ার আহ্বান
আবদুস সালাম তারেক রহমানের পক্ষে গণজোয়ার গড়ার আহ্বান