• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইশরাক হোসেন

আপনারা যে আস্থা রেখেছেন, তার প্রতিদান দেব

নিজস্ব প্রতিবেদক    ২২ জানুয়ারী ২০২৬, ০৭:৩৭ পি.এম.
বক্তব্য রাখছেন ইশরাক হোসেন। ছবি: ভিওডি বাংলা

ঢাকা-৬ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, তিনি ভোটারদের অকুণ্ঠ সমর্থনের প্রতিদান দেবেন। নির্বাচিত হলে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন এলাকায় উন্নয়ন ও সমস্যা সমাধানের জন্য।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানী সদর ঘাটে নির্বাচন প্রচারণার সময় বস্ত্র ব্যবসায়ী সমিতির সাথে এক সভায় তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, পুরান ঢাকা, বিশেষ করে সদরঘাট এলাকা দীর্ঘদিন ধরে অত্যন্ত অবহেলিত। রাস্তাঘাট নষ্ট, গ্যাসের সংকট রয়েছে, বর্জ্য ব্যবস্থাপনা ত্রুটিপূর্ণ। এতে পরিবেশ দূষণসহ ব্যবসা ও জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।

তিনি আরও জানান, নির্বাচিত হলে এসব সমস্যা সংসদে উত্থাপন করবেন এবং দলের সরকার গঠিত হলে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের কাছে তদবির করে এলাকার সব সমস্যার সমাধানে কাজ করবেন।

ইশরাক হোসেন বলেন, বিগত জুলাইয়ের গণহত্যা, গুম ও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে। আমরা চাই ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠা হোক এবং রাজনীতিতে শান্তিপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা বজায় থাকুক।

তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমি রাজনীতিতে অর্থ বা পদ-পদবির লোভে আসিনি। আমি এসেছি জনগণের ভোটাধিকার, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য। আমাকে একটি সুযোগ দিন আপনাদের সুখে-দুঃখে পাশে থেকে এলাকার বহুমুখী সমস্যা সমাধান করতে। ইনশাআল্লাহ, আমার কর্মকাণ্ড দিয়ে আপনারা দেখবেন আমি প্রতিশ্রুতি রক্ষা করছি।

তিনি বলেন, আমি আপনাদের কাছে আগেও এসেছি, কিন্তু কখনো ভোট চাইনি। আজ আমি আপনাদের সামনে এসেছি একজন প্রার্থী হিসেবে নয় আপনাদের সন্তান, আপনাদের এলাকার একজন ভাই হিসেবে। আপনারা আমাকে একটি সুযোগ দিন।

আমি কথা দিচ্ছি ব্যক্তিগতভাবে এবং দলীয়ভাবে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করব। যদি কোনো কারণে ব্যর্থ হই, আপনারা জানেন আমার বাসা কোথায় আপনারা যেকোনো সময় সেখানে আমাকে পাবেন। আমি বাইরের মানুষ নই; আমি আপনাদেরই এলাকার সন্তান।

 একটাবার সুযোগ চেয়ে ইশরাক বলেন,আমাকে একটি সুযোগ দেন যাতে আমি আপনাদের জন্য কাজ করতে পারি, সুখে-দুঃখে পাশে থাকতে পারি এবং এই এলাকার বহুমুখী সমস্যা নিরসন করে একে একটি উন্নত অঞ্চল হিসেবে গড়ে তুলতে পারি ।

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর যুগ্ম আহ্বায়ক ও ঢাকা ০৬ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাইদুর রহমান মিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সভাপতি সুমন ভূঁইয়াসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বস্তু ব্যবসায়ী সম্মতির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ সবুজ/ আরনি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১২ ফেব্রুয়ারি ভোরে ভোটকেন্দ্রে যেতে হবে
তারেক রহমান ১২ ফেব্রুয়ারি ভোরে ভোটকেন্দ্রে যেতে হবে
তারেক রহমানের পাঁচ জনসম্পৃক্ততা ও জনমত প্রক্রিয়া
মাহ্দী আমিন তারেক রহমানের পাঁচ জনসম্পৃক্ততা ও জনমত প্রক্রিয়া
তারেক রহমানের পক্ষে গণজোয়ার গড়ার আহ্বান
আবদুস সালাম তারেক রহমানের পক্ষে গণজোয়ার গড়ার আহ্বান