• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

স্বরাষ্ট্র উপদেষ্টা

ভোটকেন্দ্রের নিরাপত্তায় প্রথমবার ড্রোন ও ডগ স্কোয়াড

নিজস্ব প্রতিবেদক    ২২ জানুয়ারী ২০২৬, ০৯:০২ পি.এম.
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদারে প্রথমবারের মতো ড্রোন, ডগ স্কোয়াড, বিএনসিসি ও গার্লস গাইডের সদস্যদের মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিআইডি সদর দফতরে আয়োজিত ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আগের নির্বাচনে যেখানে প্রতিটি ভোটকেন্দ্রে একজন অস্ত্রধারী পুলিশ দায়িত্ব পালন করতেন, সেখানে এবার বড় পরিবর্তন আনা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ন্যূনতম ৫ জন অস্ত্রধারী সদস্য (২ জন পুলিশ ও ৩ জন আনসার) দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে এই সংখ্যা বাড়িয়ে ৬ জন (৩ জন পুলিশ ও ৩ জন আনসার) করা হবে।

এছাড়া প্রতিটি কেন্দ্রে লাঠিসহ ১০ জন আনসার সদস্যের পাশাপাশি বিএনসিসি ও গার্লস গাইডের স্বেচ্ছাসেবকরা শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন। নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে সাজানো হবে যাতে ব্যালট বাক্স ছিনতাইয়ের কোনো সুযোগ না থাকে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব। এটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সততা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে।’

নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচার রোধে সিআইডিকে সাইবার মনিটরিং জোরদার করার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন।

সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ-এর সভাপতিত্বে সভায় জানানো হয়, সিআইডির প্রায় ৯০ শতাংশ জনবল নির্বাচনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়িত্ব পালন করবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইজিপি বাহারুল আলম। সভা শেষে কৃতিত্বপূর্ণ কাজের জন্য সিআইডির কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।

ভিওডি বাংলা/ এম/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৫ জানুয়ারি থেকে এনআইডি সংশোধন কার্যক্রম চালু
২৫ জানুয়ারি থেকে এনআইডি সংশোধন কার্যক্রম চালু
২৯৮টি আসনে প্রতিদ্বন্দ্বীতা করবেন ১৯৮১ প্রার্থী
২৯৮টি আসনে প্রতিদ্বন্দ্বীতা করবেন ১৯৮১ প্রার্থী
এম হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার গভীর শোক
এম হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার গভীর শোক