শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি পুনরায় শুরু করতে হবে -তারেক রহমান

বৃহস্পতিবার রাত ১০ টায় ব্রাহ্মণবাড়িয়া সরাইল কুট্টাপাড়া মিনি স্টেডিয়ামে আজ থেকে শুরু হওয়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক নির্বাচনী বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন জনাব তারেক রহমান সভার প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরও বলেন , শহীদ প্রেসিডেন্ট জিয়াউর ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ বিশেষ করে খাল কাটা কর্মসূচি পুনরায় শুরু করে প্রত্যেক কৃষকের মুখে হাসি ফুঁটাতে হবে। ঘরে ঘরে বেকার সমস্যা দূর করতে হবে , ফ্যাসিস্ট সরকারের আমলে নষ্টকৃত রাস্তাঘাট মেরামত করতে হবে ।
আর প্রত্যেক ঘরের নারীদের জন্য ফ্যামিলি কার্ড করে দেয়া হবে ।
এ সময়ে জেলা বিএনপির সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন, জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর আসন থেকে বিএনপি থেকে মনোনয়ন প্রাপ্ত প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল ।
এ সময়ে আরও বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা সাবেক সচিব ও কসবা -আখাউড়া থেকে চুড়ান্ত মনোয়নপ্রাপ্ত আলহাজ্ব মুশফিকুর রহমান , সরাইল আসন থেকে জোটের প্রার্থী জমিয়তে ওলামা দলের জুনায়েদ আল হাবীবসহ অন্যান্যরা।
এ সময়ে তিনি পথে পথে নেতা-কর্মীদের দাবির মুখে বিভিন্ন আসনে বক্তব্য রাখার কারণে আসতে দেরি হওয়ার জন্য দুঃখ প্রকাশ করেন এবং উপস্থিত নেতা-কর্মীদের সাথে জোটের প্রার্থীদের পরিচয় করে দেন ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদিয় আসনের এবং তাদের বিপুল ভোটে জয়লাভ করার জন্য কর্মীদের মাঠে কাজ করার নির্দেশ প্রদান করেন।
ভিওডি বাংলা/আফজাল/এম






