• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকায় ৪ বছরের শিশুকে নির্যাতন, স্কুলের ব্যবস্থাপক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ২৩ জানুয়ারী ২০২৬, ০৯:৪২ এ.এম.
শিশু নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার হওয়া স্কুল ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়া-ছবি: সংগৃহীত

রাজধানীর নয়াপল্টন এলাকায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে চার বছর বয়সী এক শিশুকে নির্মমভাবে নির্যাতনের ঘটনায় ওই স্কুলের ব্যবস্থাপক ও প্রধান আসামি পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, মাত্র সাত দিন আগে স্কুলটিতে ভর্তি হয়েছিল শিশুটি। গত ১৮ জানুয়ারি (রোববার) দুপুরে শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরেই একাধিক শিক্ষক শিশুটির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান। পরে ওই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, স্কুল ইউনিফর্ম পরা ৩ থেকে ৪ বছর বয়সী শিশুটিকে জোরপূর্বক টেনে একটি কক্ষে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে গোলাপি শাড়ি পরিহিত এক নারী শিক্ষক শিশুটিকে টেবিলের সামনে বসিয়ে বারবার চড় মারেন ও ধমক দেন। ফুটেজের আরেক অংশে এক পুরুষ শিক্ষককে হাতে স্ট্যাপলার নিয়ে শিশুটির মুখের সামনে ধরে ভয় দেখাতে দেখা যায়। সিসিটিভি ক্যামেরার সময় অনুযায়ী, রোববার দুপুর ১২টা ৫১ মিনিটে এই ঘটনা ঘটে।

ঘটনার সময় শিশুটির চোখেমুখে চরম আতঙ্ক ও ভীতির ছাপ স্পষ্টভাবে ধরা পড়ে। পরিবারের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষের গাফিলতি ও অমানবিক আচরণের কারণে শিশুটি মানসিকভাবে মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।

এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষকরা আত্মগোপনে থাকলেও অভিযানে নেমে স্কুল ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শিশু মনোবিজ্ঞানীরা বলছেন, এমন অল্প বয়সে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হলে শিশুদের দীর্ঘমেয়াদি মানসিক ক্ষতি হতে পারে, যা ভবিষ্যৎ আচরণ ও শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলে। তারা শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু সুরক্ষা নীতিমালা কঠোরভাবে বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন।

এদিকে, অভিভাবক ও সচেতন মহল শিক্ষার নামে শিশুদের ওপর যেকোনো ধরনের সহিংসতা বন্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর নিয়মিত নজরদারি ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
তাপমাত্রা অপরিবর্তিত, ঢাকায় শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস
তাপমাত্রা অপরিবর্তিত, ঢাকায় শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস
উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ৬
উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ৬