নাহিদ ইসলাম
১০ দলীয় গণজোয়ারে আতঙ্কিত একটি দল উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে

ঢাকা-১১ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচনী প্রচারণার উদ্বোধনী বক্তব্যে মন্তব্য করেন, ১০ দলীয় জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে নাহিদ ইসলাম বলেন, “১০ দল ঐক্যবদ্ধভাবে আগামী দিনে ইনসাফ-ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে। এই নির্বাচন প্রকৃত দেশপ্রেমিকদের সংসদে পাঠানোর নির্বাচন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত বিজয় ছিনিয়ে আনা হবে।”
তিনি চাঁদাবাজি ও সন্ত্রাস নির্মূলের প্রতিশ্রুতিও দেন। নাহিদ ইসলাম গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই সুশাসন নিশ্চিত করা সম্ভব।”
বক্তব্য শেষে নাহিদ ইসলাম রাজধানীর ভাটারার বাঁশতলা থেকে গণমিছিলে নেতৃত্ব দেন।
ভিওডি বাংলা/জা







