ফেব্রুয়ারির প্রথমার্ধে সরকারি চাকরিজীবীদের ৮ দিনের টানা ছুটি

ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে সরকারি চাকরিজীবীরা একাধিক উপলক্ষ্যে টানা ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন। প্রথম দফায় পবিত্র শবেবরাত উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ইসলামি ফাউন্ডেশন জানায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শবেবরাত পালিত হবে। এই উপলক্ষে বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাহী আদেশে সরকারি ছুটি নির্ধারিত হয়েছে।
শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হলে সরকারি কর্মচারীরা ৪ দিনের টানা ছুটি উপভোগ করতে পারবেন। বিশেষজ্ঞরা বলেন, শবেবরাতের ছুটি এবং সাপ্তাহিক ছুটির সমন্বয় সরকারি কর্মচারীদের জন্য মানসিক এবং শারীরিক বিশ্রামের সুযোগ হিসেবে কাজ করবে।
দ্বিতীয় দফায়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সাপ্তাহিক ছুটি (১৩ ও ১৪ ফেব্রুয়ারি) সঙ্গে যুক্ত হওয়ায় এই দফায়ও ৪ দিনের অবকাশ মিলছে।
প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানান, ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, পাশাপাশি ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি থাকবে। নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি আগেই ঘোষণা করা হয়েছিল।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত চলতি বছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, মোট ১৪ দিন সাধারণ ছুটি ও ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবারে পড়েছে।
এছাড়া, ধর্মভিত্তিক ঐচ্ছিক ছুটিও নির্ধারণ করা হয়েছে। মুসলিম ধর্মাবলম্বীদের জন্য ৫ দিন, হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ৯ দিন, খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য ৮ দিন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য ৭ দিন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সরকারি কর্মচারীদের জন্য ২ দিন ছুটি রাখা হয়েছে।
সরকারি কর্মকর্তারা বলছেন, ছুটির এই সুবিধা কর্মীদের মানসিক চাপ কমাতে এবং উৎসব ও নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে সহায়ক হবে।
ফেব্রুয়ারির এই ৮ দিনের টানা ছুটি সরকারি চাকরিজীবীদের জন্য বছরের প্রথম বড় অবকাশ হিসেবে বিবেচিত হচ্ছে।
ভিওডি বাংলা/জা







