• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘লন্ডনি মুফতির’ কাছে বাংলাদেশ নিরাপদ নয়: রাশেদ প্রধান

নিজস্ব প্রতিবেদক    ২৩ জানুয়ারী ২০২৬, ০১:২১ পি.এম.
পঞ্চগড়ের চিনিকল মাঠে নির্বাচনী প্রচারণা সমাবেশে বক্তব্য দেন রাশেদ প্রধান-ছবি-ভিওডি বাংলা

বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, “নতুন লন্ডনি ইমাম বারবার বলেন-‘দিল্লিও নয়, পিন্ডিও নয়, সবার আগে বাংলাদেশ’। কিন্তু সাধারণ মানুষ যখন শুনে, তারা ভাবছে-‘দিল্লিও নয়, পিন্ডিও নয়, সবার আগে লন্ডন।' দেশের আসার আগে তারা যদি দিল্লির কাছে দস্তখত দেয়, তাহলে বুঝতেই হবে, তাদের কাছে বাংলাদেশ নিরাপদ নয়।”

শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড়ের চিনিকল মাঠে দশ দলীয় জোটের আয়োজিত নির্বাচনী প্রচারণা সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।

রাশেদ প্রধান বলেন, “আমাদের দশ দলীয় জোটের নেতা ডাক্তার শফিকুর রহমান ৬ বছরের নিচে এবং ৬০ বছরের উপরের বয়স্ক মানুষদের বিনা টাকায় চিকিৎসার ব্যবস্থা করবেন, ইনশা আল্লাহ। এছাড়া, পঞ্চগড় জেলায় একটি মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার দাবি আমরা রাখছি।”

তিনি আরও বলেন, “দশ দলীয় জোট ক্ষমতায় এলে পঞ্চগড়ের চিনিকল পুনরায় জীবন্ত হয়ে উঠবে। তাই পঞ্চগড়ের দুই আসন-শাপলা কলি ও দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয় নিশ্চিত করতে হবে। ডাক্তার শফিকুর রহমানের চুল ও দাঁড়ি সাদা হলেও তিনি আমাদের চেয়েও তরুণ। তিনি দেশের পিছিয়ে পড়া উত্তরাঞ্চল থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন, ধনী অঞ্চল থেকে নয়।”

রাশেদ প্রধান জাগপার (দশ দলীয় জোটের মুখপাত্র) হিসেবে বলেন, “আমাদের ঈমানি প্রথম দায়িত্ব হলো গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে জয়যুক্ত করা। দ্বিতীয় ঈমানি দায়িত্ব হলো শাপলা কলি ও দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয় নিশ্চিত করা। ডাক্তার শফিকুর রহমান অন্যান্য নেতাদের মতো ধনী অঞ্চল থেকে প্রচারণা শুরু করেননি, তিনি দেশের পিছিয়ে পড়া অঞ্চলের মানুষদের কাছে পৌঁছেন।”

তিনি লন্ডন থেকে আসা ইমামের ‘কার্ড’ প্রদানের ঘোষণা নিয়ে মন্তব্য করে বলেন, “পূর্বের ফ্যাসিবাদী দেখিয়েছেন দশ টাকার চাল খাওয়াবেন। নতুন লন্ডনি মুফতি আবার একটি কার্ড প্রদানের ঘোষণা দিয়েছেন। দেশের মানুষ আর এসব কার্ড-খেলায় বিশ্বাস করে না। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশের নিরাপত্তা ও স্বার্থ।”

রাশেদ প্রধান আরও বলেন, “দেশে আসার পূর্বে দিল্লির কাছে যারা দস্তখত দেয়, তাদের কাছে বাংলাদেশ নিরাপদ নয়। আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ বলেছেন, বেশি লাফালাফি করো না, ১২ কোটি মানুষ সামান্য লড়া দিলে মামা বাড়ি দিল্লি যেতে হবে। বাস্তবতার প্রমাণ আমরা দেখেছি।”

এদিনের সমাবেশে রাশেদ প্রধান দেশের সাধারণ মানুষের কল্যাণ, স্বাস্থ্যসেবা ও স্থানীয় উন্নয়নকে গুরুত্ব দিয়ে ভোটের আহ্বান জানান। তিনি বলেন, “দশ দলীয় জোট ক্ষমতায় এলে পঞ্চগড়ের উন্নয়ন অগ্রাধিকার পাবে। জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছি, সকল শ্রেণির মানুষের জন্য সেবা নিশ্চিত করা হবে।”

সমাবেশে উপস্থিত জনতা রাশেদ প্রধানের বক্তব্যে উচ্ছ্বসিত হয়ে সাড়া দেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে দশ দলীয় জোটের প্রার্থী জয়লাভ করবে এবং দেশের নীতি, সেবা ও নিরাপত্তা অগ্রগতির পথে এগোবে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনতার ঢলে জমে উঠেছে ঢাকা-৪ এ ধানের শীষের প্রচারণা
জনতার ঢলে জমে উঠেছে ঢাকা-৪ এ ধানের শীষের প্রচারণা
বিএনপিই একমাত্র দেশের পক্ষের শক্তি
সালাহউদ্দিন আহমদ বিএনপিই একমাত্র দেশের পক্ষের শক্তি
সবার ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন: ডা. শফিকুর
সবার ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন: ডা. শফিকুর