• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডোনাল্ড ট্রাম্প:

মাঝে মাঝে স্বৈরশাসকই প্রয়োজন

আন্তর্জাতিক ডেস্ক    ২৩ জানুয়ারী ২০২৬, ০১:২৮ পি.এম.
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প - ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও নিজেকে ‘স্বৈরশাসক’-এর সঙ্গে তুলনা করেছেন। গতকাল সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেওয়া বক্তব্যের পর আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, “আমরা একটি ভালো ভাষণ দিয়েছি এবং দারুণ প্রতিক্রিয়া পেয়েছি। আমি বিশ্বাসই করতে পারছি না যে, আমরা ওই ভাষণের জন্য এত ভালো রিভিউ পেয়েছি।” এরপর তিনি যোগ করেন, “সাধারণত সমালোচকরা বলে আমি একজন ভয়ংকর স্বৈরশাসক-টাইপের মানুষ। আমি একজন স্বৈরশাসক। কিন্তু কখনো কখনো স্বৈরশাসকের দরকার হয়।”

বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেয়া বক্তব্যে ট্রাম্প আবারও গ্রিনল্যান্ড দখলের দাবি তোলেন এবং কানাডা ও ইউরোপের প্রতি হুমকি প্রকাশ করেন। তবে নিজেকে স্বৈরশাসকের সঙ্গে তুলনা করার ঘটনা এ তার প্রথম নয়।

২০২৫ সালের আগস্টে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সমর্থিত একটি কঠোর অভিযানের সময় পতাকা পোড়ানোদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেয়ার সময়ে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে, “আমেরিকানরা হয়তো একজন স্বৈরশাসককেই পছন্দ করবে। তারা বলে, আমাকে তাদের দরকার নেই। স্বাধীনতা, স্বাধীনতা। সে একজন স্বৈরশাসক। কিন্তু অনেক মানুষ বলছে, হয়তো আমরা একজন স্বৈরশাসকই পছন্দ করি।”

এরপরও ট্রাম্প আবার উল্লেখ করেন, “আমি স্বৈরশাসককে পছন্দ করি না। আমি স্বৈরশাসক নই। আমি একজন মানুষ, যার সাধারণ বুদ্ধি খুব ভালো এবং আমি একজন বুদ্ধিমান ব্যক্তি।”

২০২৪ সালের নির্বাচনের আগে এক ফক্স নিউজের সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, তিনি স্বৈরশাসক হবেন, তবে শুধুমাত্র দায়িত্ব গ্রহণের প্রথম দিনই। এছাড়াও তিনি বিভিন্ন সময় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, চীনের শি জিনপিং এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মতো নেতাদের ‘শক্তি, বুদ্ধিমত্তা ও নিয়ন্ত্রণ ক্ষমতা’-এর জন্য প্রশংসা করেছেন।

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই মন্তব্য রাজনৈতিক ভাবমূর্তির সঙ্গে জড়িত এবং নির্বাচনী মনস্তাত্ত্বিক কৌশলের অংশ। তবে সমালোচকরা তার এমন মন্তব্যকে উদ্বেগজনক হিসেবে দেখছেন, কারণ একজন নির্বাচিত প্রেসিডেন্টের নিজের সঙ্গে স্বৈরশাসক তুলনা করা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সংস্কৃতির জন্য অস্বাভাবিক।

এদিকে ডাব্লিউইএফ-এ ট্রাম্পের ভাষণটি ব্যাপক সমালোচনার পাশাপাশি সমর্থনও পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এই মন্তব্য রাজনৈতিক কৌশল হিসেবে আগ্রাসী নেতৃত্বের ধারণা তুলে ধরছে, যা নির্বাচনী প্রচার এবং আন্তর্জাতিক কূটনীতিতে তার প্রভাবকে নির্দেশ করছে।

সূত্র: এনডিটিভি

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাবেল জাইসে তাপমাত্রা নামে ০.২ ডিগ্রি সেলসিয়াসে
ইউএইতে শীতের রেকর্ড: জাবেল জাইসে তাপমাত্রা নামে ০.২ ডিগ্রি সেলসিয়াসে
মোরাদাবাদে প্রেমিকজুটিকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ
মোরাদাবাদে প্রেমিকজুটিকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ
পুলিশের হাত থেকে বাঁচতে নর্দমায় লুকিয়েছিলেন মাদকাসক্ত
ভাইরাল ভিডিও: পুলিশের হাত থেকে বাঁচতে নর্দমায় লুকিয়েছিলেন মাদকাসক্ত