চাঁদা-টেন্ডারবাজি ও দুর্নীতি আমার দ্বারা সম্ভব না: হাসনাত

কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ভোটারদের শাপলা কলিতে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী এলাকায় এক উঠান বৈঠকে তিনি বলেন, “আজাদীর বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ভোট দিন। আমরা ন্যায় এবং ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলব, যেখানে থাকবে না মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ঘুষ ও অনিয়ম।”
হাসনাত আরও বলেন, “গত দেড় বছরে আমাদের দল ও জামায়াত জোটের নেতাকর্মীরা কোনো চাঁদা নিতে এলাকার হাট-বাজার বা সিএনজি স্ট্যান্ডে যায়নি। এবার নেতা নির্বাচিত হবেন মেহনতি মানুষ-রেমিট্যান্স যোদ্ধা, কলকারখানার শ্রমিক এবং কৃষক। তারা জানে আমি নির্বাচিত হলে চাঁদাবাজি বা দুর্নীতি কখনো করব না। তাই মানুষ গোপনে আমাকে ভোট দেবে।”
তিনি জনগণকে সতর্ক করে বলেন, এবারের নির্বাচনে ঋণখেলাপি, দুর্নীতিবাজ ও জনগণের অর্থ আত্মসাৎকারীরা ক্ষমতায় আসবে না। পরিবর্তনের লক্ষ্যে মানুষ এক হয়ে দাঁড়িয়েছে।
প্রচারণার দ্বিতীয় দিনে হাসনাত ভোর থেকেই নির্বাচনী এলাকায় মাঠে নেমে প্রচারণা শুরু করেন। দেবিদ্বার উপজেলা সদরের নিউমার্কেট এলাকায় শাপলা কলির পক্ষে স্লোগান দেন এবং জনগণকে ভোটের মাধ্যমে পরিবর্তনের অংশ হতে আহ্বান জানান।
এ সময় কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম সহিদসহ জামায়াত-শিবির ও এনসিপির নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। হাসনাত আশা প্রকাশ করেন, তাদের সমর্থনে এবার মেহনতি মানুষ নির্বাচনে জয়ী করবে।
তিনি বলেন, “আমরা এমন একটি সুন্দর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করব, যেখানে দমন-পীড়ন, আধিপত্যবাদের অবসান ঘটবে। জনগণের স্বার্থরক্ষা এবং ন্যায়বিচারের ভিত্তিতে সামাজিক অরাজকতা দূর হবে।”
হাসনাত আবদুল্লাহর এই নির্বাচনী প্রচারণা স্থানীয়দের মধ্যে উৎসাহ তৈরি করেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষই তাকে সমর্থন জানাচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনে জনগণ তার নৈতিক নেতৃত্বকে মূল্যায়ন করবে এবং চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সমাজের দিকে এগিয়ে যাবে।
ভিওডি বাংলা/জা







