খুলনায় গোলাম পরওয়ার:
জামায়াতকে কুফর আখ্যা দেওয়ার আগে নিজেদের ব্যাখ্যা দিন

জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপি নেতারা রাজনৈতিক প্রতিহিংসা এবং লন্ডনের ফতোয়ার ভিত্তিতে জামায়াতকে শিরক বা কুফর আখ্যা দিচ্ছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) খুলনার ডুমুরিয়া উপজেলার আরাফাত নগর এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, “ইসলামকে না জেনে তাদের এমন মন্তব্য। তারা দাবি করে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি, যা সম্পূর্ণ মিথ্যা। কেউ যদি ধর্ম নিয়ে রাজনীতি করে, তাহলে সেটা আমরা করি না; আমরা ধর্ম মেনে চলে। যারা ১২ মাস ধর্ম মানে না, ভোটের সময় মাথায় টুপি পরে বা ধর্মীয় লেবাস পরে তারা ধর্ম নিয়ে রাজনীতি করে।”
তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ইঙ্গিত করে বলেন, জামায়াতের বিরুদ্ধে যে অভিযোগগুলো ওঠছে, তা শুধুই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। “লন্ডনের ফতোয়ায় জামায়াতকে শিরক বা কুফর বলা হচ্ছে। এটি তাদের ইসলামের জ্ঞান সীমিত হওয়ার কারণে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারা এমন মন্তব্য করছে।”
৭১-এর স্বাধীনতা যুদ্ধ নিয়ে সমালোচনার জবাবে গোলাম পরওয়ার বলেন, জামায়াতের কোনো নেতা স্বাধীনতা যুদ্ধের সময় কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিল না। “ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছিলাম। আমাদের রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা হতে পারে, কিন্তু কোনো অপরাধের অভিযোগ ভিত্তিহীন। যদি জামায়াতের প্রতি এত ক্ষোভ থাকে, তাহলে বিএনপির সঙ্গে কেন তারা জোট করেছিল, তা তো আগে ব্যাখ্যা করা উচিত।”
তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভোট কেনার জন্য দেওয়া কালো অর্থ প্রত্যাখ্যান করতে হবে। “টাকা দিয়ে মানুষের বিবেক কেনা যায় না। ভোট বিক্রি করা মানে ভবিষ্যৎ বিক্রি করা। যদি অর্থ ব্যয় করতে হয়, তা সমাজকল্যাণমূলক কাজে ব্যবহার করা উচিত।”
সমাবেশে তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ। বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও মানবিক রাষ্ট্র গড়তে পুরোনো রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন অপরিহার্য। তিনি আশা প্রকাশ করেন যে, ১০ দলীয় জোট ক্ষমতায় এলে দুর্নীতি নির্মূল, সুশাসন প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ার অঙ্গীকার বাস্তবায়ন হবে।
সমাবেশ শেষে গোলাম পরওয়ার স্থানীয় একটি মহিলা সমাবেশেও যোগ দেন এবং সেখানে নির্বাচনী প্রস্তুতি ও সমাজকল্যাণমূলক উদ্যোগ নিয়ে আলোচনা করেন।
ভিওডি বাংলা/জা







